অসাধারন একটা মুভি গ্রুপ। প্রায় সব ইউজাররা একটিভ। নিয়মিত তারা বিভিন্ন মুভি শেয়ার করে হেল্প করছে পাশাপাশি হেল্প নিচ্ছে। চলছে আলোচনা। চলছে তর্ক। সবাই গ্রুপের নিয়ম মেনে গ্রুপ্টাকে নিজের মতো ভালোবেসেছে। যা আমাদের যারা মুভি দেখি তাদের জন্য কতো প্রয়জনিয় তা বলার বাইরে। আপনি চাইলেই এই গ্রুপের সদস্য হতে পারেন। আপনিও আপনার পছন্দের মুভিটি শেয়ার করতে পারেন। জেনে নিতে পারেন অন্যদের ভালোলাগার মুভি। আলোচনা করতে পারেন।চ শুধু এক্টিভ থাকার চেস্টা করবেন।গ্রুপের নিয়মকানুন মেনে চলুন। মুভি লাভার এখানে কিল্ক করে আমাদের প্রিয় গ্রুপের সদস্য হয়ে যান

সুনীল গঙ্গোপাধ্যায় এর ছায়া দর্শন



 
আবারো চিন্তা ভাবনার মোড় ঘুরাবে সুনীলদা। আবারো নিয়ে যাবে এডভেঞ্চারলান্ডে। আবেগি কিছু চিন্তা ভাবনাকে মিশিয়ে দেবে মস্তিস্কে। ভাবাবে পুরোনো স্টাইলে নতুন করে। যারা সুনিলদার লেখার ভক্ত তারা তো জানেন আর নতুন করে কি বলবো। যাহোক বইটিও ২০১০ রিলিজ করা হয়েছে। আসাধারন এই বইটি বই পাগলের জন্য একটা মারন্তক উপহার।  




আচ্ছা হিউয়েন সাঙ্গের কথা শুনেছেনতো। জনপ্রিয় পর্যটক। সুনিলদা এবার লিখলেন তাকে নিয়ে। আর জিবন কাহিনি নিয়ে লেখা ছায়া দর্শন,। একদমে পড়ার মতো একটা বই।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন