কাকে তুমি ভালোবাসো মানুষ?
তোমার বাবা, মা, বোন, ভাইকে?
-পরিবার বলতে কিছু ছিলনা আমার।
-তোমার বন্ধুদের?
-তুমি এমন একটি শব্দ ব্যবহার করছো, যার অর্থ আমি আজ পর্যন্ত বুঝিনি
-তোমার দেশ?
-কোন দ্রাঘিমায় তার অবস্থান আমি জানিই না!
-কোন নারীকে?
-আমি আনন্দের সাথেই তাকে ভালোবাসতাম, যদি হতো সে কোন দেবী, অমর...
-অর্থ? সম্পদ ভালোবাসোনা তুমি?
-ঘৃণা করি, যেমন তুমি কর ঈশ্বরকে!
-তবে কী ভালোবাসো তুমি অদ্ভুত মানুষ?
-ভালোবাসি ওই আকাশে...সুদূরে...দূর নীলিমায় ভেসে যাওয়া আশ্চর্য মেঘদল!...
এটা এমন একটা কবিতা যতবার পড়ি ঠিক কেমন যেন লাগে মনের ভিতর। অনুবাদ করেছেন বুদ্ধদেব বসু
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন