অসাধারন একটা মুভি গ্রুপ। প্রায় সব ইউজাররা একটিভ। নিয়মিত তারা বিভিন্ন মুভি শেয়ার করে হেল্প করছে পাশাপাশি হেল্প নিচ্ছে। চলছে আলোচনা। চলছে তর্ক। সবাই গ্রুপের নিয়ম মেনে গ্রুপ্টাকে নিজের মতো ভালোবেসেছে। যা আমাদের যারা মুভি দেখি তাদের জন্য কতো প্রয়জনিয় তা বলার বাইরে। আপনি চাইলেই এই গ্রুপের সদস্য হতে পারেন। আপনিও আপনার পছন্দের মুভিটি শেয়ার করতে পারেন। জেনে নিতে পারেন অন্যদের ভালোলাগার মুভি। আলোচনা করতে পারেন।চ শুধু এক্টিভ থাকার চেস্টা করবেন।গ্রুপের নিয়মকানুন মেনে চলুন। মুভি লাভার এখানে কিল্ক করে আমাদের প্রিয় গ্রুপের সদস্য হয়ে যান

<আমাকে চিনুন>


 আন্ততথ্যঃঃঃঃঃঃ
সে কি চিৎকার। এলাকায় নাকি এত জোরে কোনো বাচ্চাই চিৎকার দেয়নি। সবাইতো ভয়ে অস্থির, এটাকি মানুষ? আমার মা'তো তখন অজ্ঞান। কিন্তু আমার জন্মের সময়ে যারা পাশে ছিলেন তারা রিতিমত ভয় পেয়ে গেছেন। এতো বিকট চিৎকার। ওই জন্মের সময় থেকে, আমায় নিয়ে মানুষের একটা ধারনা আসলে আমি মানুষ কিনা? নিজেকে সহ, ঈশ্বরকে বহুবার জানতে চেয়েছি আমি কি আসলে মানুষ ?????? শোনা যায় মানুষ হতে হলে কিছু গুনাবলির প্রয়োজন হয়, সেগুলো সত্যি আমার মাঝে নেই। যোগ বিয়োগ করলে থাকেনা।


কাহারে তুমি মানুষ কও?
হাতে পায়ে খুব সুশ্রী সবল
যার বাহুতলে ক্ষমতা প্রবল
হুংকারে যার কেঁপে ওঠে সব
মানুষ পক্ষি জল স্থল
তাকেই কি তুমি মানুষ কও?

সেই কি মূলত মানুষ আসল
যার নেই জ্ঞান, বুদ্ধি, আকল
দুনিয়ার প্রেমে যে মহা পাগল
বিধাতার বানী না মানিয়া ভাবে
এই পৃথিবীই কর্মস্থল
সেই কি মূলত মানুষ আসল?

মানুষের কথা বলি
সৃষ্টির সেরা করেছে তোমায়, দিয়েছে অমর বানী
সকলের চেয়ে সেরা যে তুমি, সে নহে বিত্ত বলে
বিনয় আর ভালবাসা দিয়ে, তুমি শ্রদ্ধা নিবে কিনে
সাম্যের বানী শুনাবে তুমি, মানুষের মাঝে গিয়ে।

সততার সাথে মানুষের মাঝে করবে তুমি আবাদ
ধনী ও গরিবে বুকে তুলে নিয়ে ভুলে গিয়ে মতবাদ

এই হোক আজ শপথ তোমার
মানুষই হবে স্বজন তোমার
বিপদ ও আপদে।
তবেই তোমার মানুষ নামটা
স্বার্থকতা পাবে।

প্রশ্নোত্তরঃ ঃঃঃ
নিজের কাছে নিজের কিছু প্রশ্ন। আমার মনে হয় এখান থেকে আমাকে চেনা সহজ ।

অদৃশ্য স্বত্বা >+>  আপনার নাম কি?
আমিঃ  মোঃ জুবায়েদ হোসেন। কিন্তু লোকে আমাকে দ্বিপ বলে ডাকে। দ্বিপ মানে কিন্তু আলো নয়। দ্বিপ মানে জলস্পর্সে মাটির পরিপুর্নতা। যদিও বানানটা ভুল। নামটা সুন্দর না?
অদৃশ্য স্বত্তা >+>  হ্যা খুব সুন্দর। তা পরিবার সম্নধে কিছু বলুন?
আমিঃ   আরে ভাই। আমার একটা ফ্যামেলি। আমার বাবার দুটো বিয়ে। মানে দুটো মা। আমরা আপন ৪ জন। ২ বোন আর ২ ভাই। আর সৎ হলো ২ বোন। আপন , সৎ এর ব্যাপারটা  একটা সাম্প্রদায়িক ব্যাপার । ছোট বেলা থেকে ভাইরাসটা ঢুকে গেছে কিছু করার  নেই। বর্তমানে বাবা বেচে নেই। আর সব ঠিক আছে। 
অদৃশ্য স্বত্তা >+>  দুখিত। আপনি এখন কি করছেন?
আমিঃ এইতো পড়া লেখা । এস,এস,সি দিলাম এবার। যা হয়,না পড়েই মারান্তক রেজাল্ট। থ্রি ইডিয়েটস দেখেননি? সেটাই। আল ইজ ওয়েল। যাহোক আমি খুব খুশি। 
অদৃশ্য স্বত্তা>+>  পড়াশুনা নিয়ে পরিকল্পনাটা কি?
আমিঃ  পড়ালেখা। ধর্ম আর রাজনীতীর মতো এটা একটা বিতর্কিত বিষয়। কি হবে কি হবেনা এটা নিয়ে ভাবার মতো যথেষ্ট সময় থাকালেও আমি ভাবিনি। বিদেশ,ফিদেশ যাওয়ার একটা ইচ্ছাশক্তি তৈরী করে নিয়েছি। কিন্তু এটাকে সপ্নে রুপান্তরিত করে সপ্নের ব্লাডে পেশার বাড়াইনা।
অদৃশ্য স্বত্তা >+>  পড়াশুনার বাইরে কিছু ভাবনা......।?
আমিঃ হ্যা তাতো অব্যশই। সপ্ন ছাড়াতো আর মানুষ বাচতে পারেনা। সপ্নতো আমারো আছে। মুভি ডিরেক্টর হওয়ার মন চায়। অস্কার নোমিনিজ মুভি বানামু। দু চারটা অস্কার ঘরে তুলমু। ব্যাপারটা অস্বাভাবিক মনে হচ্ছে। এটাই বিজ্ঞ লোকের দোষ। নিজে ব্যতিত কেউ যে কিছু করতে পারে তা ভাবতেই হরর মুভি দেখতে ইচ্ছে করে।
অদৃশ্য স্বত্তা >+>  কাছের মানুষ সম্নধে?
আমিঃ থাকি আপুর বাসায়। এরা খুব আপন হলেও সজ্ঞাগত দিক দিয়ে এরা কিন্তু কাছের মানুষ না। কাছে থাকলেই কাছের মানুষ হয়না। মনেও প্রচন্ড মিল থাকতে হয়। সেরকমের মিল কিছু মানুষের সাথে রয়েছে আমার। বন্ধু ও সে।
অদৃশ্য স্বত্তা >+>   এই সে কে নিয়ে যদি দু চার কথায় কিছু বলতেন?
আমিঃ  আপনিতো ভাই প্রচন্ড চালাক মানুষ। প্রথমেই ধরে ফেলেছেন যে ওকে নিয়ে একবার বলা শুরু করলে সারারাত লাগবে। তাই দু চার কথায়।  কি আর বলবো। প্রথম দেখা। প্রস্তাব। রাজি, প্রেম। বিচ্ছেদ। দূরে থাকা। কাছে আসা, দ্বিগুন ভালোবাসা। মিলিয়ে খিচুরি। একটা জিনিষ সবথেকে আকর্ষনিয় সেটা হলো আমাদের মনের মাঝে রয়েছে অদ্ভুত মিল। একই রং,স্টাইল,খাবার। সর্বোপরি যে জিনিষটা বেশী মিলে তা হলো একই রকমের চিন্তাধারা। প্রচন্ড মুভি দেখে। আমিও একই জিনিষ।  ও যে মুভি দেখে সেটা আমাকে দেখাবেই...।
অদৃশ্য স্বত্তা >+> থাক ভাই। আপনি একটু বেশী কথা বলেন। বন্ধুদের কথা বলেন?
আমিঃ ওরাতো বাচিয়ে রেখেছে, প্রান,শান্তি,অস্তিত্ত, সর্বদা।।
অদৃশ্য স্বত্তা>+>  বাদ দেন এবার একটা চেন্সর্ড রাউন্ড খেলা হবে ৩ সেকেন্ডের আগে উত্তর দিবেন না পারলে পাস বলবেন।।
আমিঃ রাজি। লে মামা
অদৃশ্য স্বত্তা >+>  গার্ল ফেন্ডের নাম কি ?
আমিঃ সামিয়া জান্নাত মন(mind)
অদৃশ্য স্বত্তা >+> কাকে বিয়ে করবেন?
আমিঃ সামিকে
অদৃশ্য স্বত্তা>+> মাকে মনে পড়ে না?
আমিঃ না
অদৃশ্য স্বত্তা >+> কয় বছর মাকে ছাড়া আছেন?
আমিঃ ৪
অদৃশ্য স্বত্তা >+> ১ কোটি টাকা পেলে কি করবেন?
আমিঃ ব্যাংকে রাখবো
অদৃশ্য স্বত্তা >+> গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেলে কি করবেন?
আমিঃ অপেক্ষা করবো। অই মিয়া কি পাইছেন খালি গার্লফ্রেন্ড।
অদৃশ্য স্বত্তা>+> ক্ষমতা থাকলে কাকে খুন করবেন ?
আমিঃ কানে কানে বলি শুনেন। দেওয়ালেরো কান আছে>
অদৃশ্য স্বত্তা >+> খেলা শেষ। অনুষ্ঠান ও শেষ। আপনি কি বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলতে চান?
আমিঃ না। শ্ত্রুদের উদ্দেশ্যে বলতে চাই। ভাই আমি কি দোষ করেছি যে আমাকে কষ্ট দিচ্ছেন। আমাকে ক্ষমা করে দিন।
টা টা