অসাধারন একটা মুভি গ্রুপ। প্রায় সব ইউজাররা একটিভ। নিয়মিত তারা বিভিন্ন মুভি শেয়ার করে হেল্প করছে পাশাপাশি হেল্প নিচ্ছে। চলছে আলোচনা। চলছে তর্ক। সবাই গ্রুপের নিয়ম মেনে গ্রুপ্টাকে নিজের মতো ভালোবেসেছে। যা আমাদের যারা মুভি দেখি তাদের জন্য কতো প্রয়জনিয় তা বলার বাইরে। আপনি চাইলেই এই গ্রুপের সদস্য হতে পারেন। আপনিও আপনার পছন্দের মুভিটি শেয়ার করতে পারেন। জেনে নিতে পারেন অন্যদের ভালোলাগার মুভি। আলোচনা করতে পারেন।চ শুধু এক্টিভ থাকার চেস্টা করবেন।গ্রুপের নিয়মকানুন মেনে চলুন। মুভি লাভার এখানে কিল্ক করে আমাদের প্রিয় গ্রুপের সদস্য হয়ে যান

যে মুভিগুলো দেখে মুখ হা হয়ে গেছে

কারেন্টে শক খেয়েছেন কখনো?
আমি খায়নি।
কিন্তু মুভি দেখে খেয়েছি।
আমাদের সবারই হলিঊড বলিঊড এর মুভি দেখে মনেহয় এটাতো আগে থেকেই জানতাম।
তাছাড়া নায়কের বেচে যাওয়া, চরম সত্যকে মাঝে মাঝে আড়াল করা হয় মুভির প্রয়োজনে। সব কিছুরই ব্যতিক্রম থাকে।
বিশেষ করে হলিঊডে এমন কিছু মুভি আছে যা দেখে চমকে গেছি। বারবার দেখেছি।বারবার ভালও লেগেচে। এম নাঈট বা ক্রিস্টফার নোলান এদের ফিল্ম গুলো এমনি হয়, প্রায় প্রতেক বছর এরকম ২ ৩ তা মুভি বের হয়।আমি বেছে বেছে এই মুভিগুলো দেখলাম কয়েকদিন ধরে।
সবগুলো দেখেই শক কেয়েছি যেগূলো দেখে বেশী সেগুলো নিচে দিলাম। আপনি মিলিয়ে দেখতে পারেন।

The Others
এটার শেষটা দেখে মাথা ঘুরে গেসে। আপনা্রও যাবে।
  
The Sixth Sense
এটা দেখে না চমকালে আপনি মানুষনা।

The Usual Suspects

ভাবিনি, আবার ভেবেছিলাম।দ্বিধা

Psycho (1960)
উপপপস।

The Prestige (2006)
শেষ দেখে অপমানিত হবেন। যেটা ভেবেছেন তার উল্টোটা। সো আপনি বোকা।

Oldboy (2003) korean movie

কি আর বলবো দেখেন তারপর জানান।

 
PrimalFear


ওহহো। এটা দেখার সময় বৃষ্টি হছছিল। ওয়াও।


Angel Heart

নাম শুনেই ধারনা করেছেন কেমন হবে। আগে একবার দেখেনতো।

Memento

গাজিনি দেখেছেন। এটার কপিরাঈট। যাহোক এই মুভি আপনার গালে কষে একটা থাপ্পর মারবে। গাজিনি কেন দেখেছেন এটা কেন দেখেননি।

Lucky Number Slevin
উপপপস

Seven (1995)

রাতের বেলায় দেখবেন। একা একা। সাথে কেউ থাকলে তারা কথা বলবে ফলে মুভি থেকে নজর সরে যাবে। তাহলেই কিছুই বুঝবেন না। প্রতিটি সেকেন্ড গুরুত্বপুর্ন।

Final Analysis
একেবারে ফাইনাল।

Invasion of the Body Snatchers (1978)

উপপপ্স

Stephen’s King The Mist
নামটা ভালোভাবে পরেন।

The Ring

আহাহাহা।
আপনার যদি এরথেকে অন্যগুলো জানা থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন।

১৬টি মন্তব্য:

  1. apne tahole nickolas cage ar The Wikcer Man dekhen nai.

    thriller/mystory/horror ai movie, finishing ta hoilo mojar.

    movie ta finish koira ami 15 min boisa roisi, atto shock khaisilam.

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. I had also same effect after seeing this movie.
      But if you saw main "The Wicker Man (1973)" (Nickolas Case on remakes one - 2006), you wouldn't comment this one.
      main one is really fantastic.

      মুছুন
  2. আপনি একটা ডিভিডিতে কপি করে আমার কাছে পাঠিয়ে দিন আমি মন ভরে দেখি। কি পাঠাবেন?

    উত্তরমুছুন
  3. আহাহাহাহাহাহা । কি আবদার। আচ্ছা আপু বলে কথা। পাঠাবো কিন্তু আমার বেনীফীট কি?
    যাহোক কোনটা কোনটা পাঠাবো বলেন/
    আর আপনার স্কুল কিংবা ইউনিভারসিটির ঠিকানা দেন পাঠিয়ে দেই।

    উত্তরমুছুন
  4. APNI CHOBI GULOR NAM DILEN KINTU DOWNLOAD LINK DILEN NA ATA KEMON HOLO BAI.TARA TARI DOWNLOAD LINK DEN DOWNLOAD KORE MOVIE DEKHA SURU KORI.

    THANKS

    উত্তরমুছুন
  5. The Grudge series দেখতে পারেন, হরর বললে কম বলা হবে

    উত্তরমুছুন
  6. টরেন্ট এ সার্চ দিলে মুভিগুলোর লিংক পাওয়া যাবে। আমি সার্চ দিয়ে লিংক পেয়েছি।

    উত্তরমুছুন
  7. Today, I went to the beach front with my kids. I found a sea shell and
    gave it to my 4 year old daughter and said "You can hear the ocean if you put this to your ear." She placed
    the shell to her ear and screamed. There was a hermit
    crab inside and it pinched her ear. She never wants
    to go back! LoL I know this is entirely off topic but I
    had to tell someone!

    Also visit my page ... online auto insurance company

    উত্তরমুছুন
  8. always i used to read smaller content which as well clear their motive, and that
    is also happening with this article which I am reading at this time.


    Look at my site - cheap auto insurance company ()

    উত্তরমুছুন
  9. ক্রিস্টোফার নোলানের Inception মিস করেছেন নাকি? এটাতে শেষের ১ মিনিট মাথা নষ্ট করে দেয় । চুপচাপ বসে ভাবতে হয় কি বোঝালো ডিরেক্টর ।

    উত্তরমুছুন
  10. আর মার্টিন স্করসেজের Shutter Island ও মিস করবেন না । যদিও আশা করছি , অলরেডি দেখে ফেলেছেন । এটা একটা চাক্রিক ছবি, আপাতভাবে কোন সমাপ্তি নেই । :) Inception , Shutter Island দুটোই লিওনার্দো ডি ক্যাপ্রিওর ।

    উত্তরমুছুন
  11. fight club; prestige ; এইগুলোও ভালো movie. last e twisting end আছে

    উত্তরমুছুন
  12. কানাডিয়ান মুভি Incendies আর কোরিয়ান No Mercy আমার দেখা টুয়িষ্ট মুভির রাজা। প্রতিশোধ এতটা ঠাণ্ডা মাথায় এত নির্মমভাবে নেয়া যায় no mercy দেখার আগে জানা ছিল না। মুভি দেখে পুরো আধ ঘণ্টা থ হয়ে বসে ছিলাম। সেই থেকে আমি কোরিয়ান ক্রাইম মিস্ট্রি মুভির পাঙ্খা। মিস্ করে থাকলে দেখতে পারেন। দু'ঘণ্টা সময় অপচয় হবে না, এটা গ্যারান্টি। no mercy ইউটিউবে ছিল না, কোন দয়াবান যেন আপলোড করছেন। Incendies খুঁজে পেতে একটু বেগ পেতে হয়। তবে আমার মতো বোকারাম যদি নাগাল পায়, আপনার মতো স্মার্টের তো হাতের ময়লা সম।

    উত্তরমুছুন
  13. Predestination মুভিটার কিছুই খুঁজে পাইনি.. শুধু হা করে দেখেছি। ��

    উত্তরমুছুন