বহুদিন পর কিছুদিনের মাঝে পুরন হতে যাচ্ছে আমার সপ্ন। এইতো আর মাত্র কয়েকদিন তারপর ই আমি ও আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ফিল্মের কাজ। শর্ট ফিল্মের কাজ।
ছোট বেলার সপ্ন, মুভি দেখতে দেখতে কখন যে মুভির ভুল ধরা শুরু করেছি জানিনা । তেমন জানিনা কিভাবে পরিলচালক হওয়ার শখটাও মনে জেগেছে। আজ নিজেকে ভাসিয়ে দিতে যাচ্ছি ভেসে আসা সপ্নে। ভয় লাগে হয়তো কিছু পারবনা, আবার মনে হয় পারব। কারন এই কাজ ছাড়া আমার কিছু করার যোগ্যতা নেই।
যা হক এই মাসের ২০ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে আমাদের ফিল্মের কাজ।
সামু ব্লগসহ আরো আনেক জায়গায় স্ক্রিপ্ট চেয়েছিলাম। অনেক পেয়েছি। ভাল লেগেসে যে এই ছোট ছেলে টাকে সবাই বিশ্বাস করেছে।
নির্বাচিত হয়েছে নস্টকবির দর্শক গল্পটি। দুই দিনের অক্লান্ত পরিশ্রমে স্ক্রিপ্ট লেখা শেষ করলাম । নাম পরিবর্তিত করেছি।
নাম শূন্য মুঠো।
আমার জন্য সকলে দোয়া করবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন