তিন সংক্ষ্যাটার উপর আমার একটু দুর্বলতা আছে। তাই এবারো তিন নিয়ে কারবার। এখন আমি একান্ত পছন্দের শানের তিনটি গানের কথা বলবো যা আমার কাছে প্রচন্ড ভালো লেগেছে। শানের বেশ ভালো ভক্ত আমি। শানের সবগুলো গান আমি শুনেছি। তামিল,তেলেগু ছাড়িয়ে বাঙ্গালির ছেলে শান কিছুদিন যাবত বাঙ্গলায় গান গাচ্ছে। সেখান থেকে কিছু প্রিয় গান শেয়ার করবো।
১। বলনা-
রোমান্টিক বিরহের এই গানটা মনে বেশ দোলা দেয়। প্রিয় মনের মানুষটি যখন অভিমানে মুখ ফুলিয়ে থাকে তখন এই গানের কোনো তুলোনাই হয়না। Download
জাস্ট একটা মেলোডির তালবাহানা। সুর বেশি ভালো না। তারপর শান বলে কথা। হৃদয় ছোয়া গান। কথা ও শানের আবোল তাবোল বকাটা অন্য গানে খুব মিস করবেন, গারান্টি।Download
৩। ভালোবাসা হাত বাড়ালো
এই গানটায় পাবেন পূরো বলিঊওডি স্টাইল। চমৎকার সুর, আবেগি কিছু কথা আর শানের ভাঙ্গা গলাটা মন মাতাতে একদম পারফেক্ট। হয়তো ভালো লাগবেনা। কিন্তু গানটা ভালোনা এ কথা কেউ বলতে পারবেনা।Download
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন