কোথায় তুই খুজিশ ভগবান,
চেয়ে দেখ সে তোরই মাঝে রয়।
সাজিয়া জোগি ও দরবেশ
খুজিশ তুই পাহাড় জঙ্গলময়।
আখি খোল ইচ্ছা অন্ধের দল
নিজেরে দেখরে আয়নাতে।
দেখিবি তোর এই দেহে,
নিরাকার তাহার পরিচয়।
ভাবিস তুই ক্ষুধ্র কলেবর,
ইহাতে অসীম লিলাম্বর।
এই দেহে আধারে
গোপন রহে সে বিশ্বচরার।
প্রানে তোর প্রানের ঠাকুর
বেহেস্ত স্বর্গ কোথায় নাই।
এই তোর মসজিদ মন্দির ,
এই তোর কাশি বিন্দাবন।
আপনার পানে ফিরে চল
কোথায় তুই তির্থে যাবি মন।
এই তোর মক্কা মদিনা
এই তোর জগ্ননাথ।
ক্ষেত্র এই হৃদয়।
কাজী নজরুল ইসলাম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন