লিখেছেনঃ সোহাগ হোসেন
আইয়ারস-রক অস্ট্রেলিয়ার ছোট একটি পাহাড়। তাবে এর আকৃতি বিবেচনা করে একে পাহাড় না বলে টিলা বলা যেতে পারে। এই টিলার চরিত্র বাস্তবিক ভাবেই বিচিত্র। টিলাটি প্রতি রৃতুতে তার রং পরিবর্তন করে। এমোনকি মাঝে মাঝে প্রতিদিনই রং পরিবর্তন করে। ১৮৭৩ সালে ডাব্লিউ জি গোসে এটি প্রথম দেখতে পান। অস্ট্রেলিয়ার তখনকার প্রধান মন্ত্রীর নামে তখন তিনি এটির এটির নাম করেন হেনরী আয়ারম্ব। টিলাটি আগাগোড়া বেলে পাথরের তৈরি। সুর্য উদয়ের সময় এটি লাল রং ধারন করে। দুপুর বেলা লাল ছাড়াও আরো ছয়টি রং বর্তমান থাকে। বিকেল বেলা টিলাটির গায়ে এক অদ্ভুত রং এর খেলা চলে পুর টিলাটির গাজুড়ে। টিলাটির স্বাভাবিক রং লাল হলেও এতে এক ধরনের লাল আভা আছে। সকাল বেলা টিলাটি রক্ত বর্নধারন করে, তার ফাকে ফাকে বেগুনি আলো বের হয়। তার পর পরই টিলাটি ক্রমে কমলা, হলুদ আর ফিকে বেগুনি রং ধারন করে। দুপুরের পর মনে হয় কে জেন এটির গায়ে কালি মেখে দিয়েছে। স্হানীয় অধীবাসীদের কাছে ব্যাপারটিকে দৈবিক বলে ঘোষনা দেওয়া হয়েছে। তাদের ধারনা ওখানে দেবতারা থাকে, তারা সেখানে পুজা করে।
নিচের ছবিগুলোতে বিভিন্ন সময়ের টিলাটির রুপ দেখা যাচ্ছেঃ
(এইটুক আমার কথাঃ দেবতা টেবতা কিছু নাই হুদাই। লাল বেলে পাথরের উপরে এক এক সময় আলো পরলে রং পাল্টাবেই।)
এরাই কি সেই দেবতারা কিনা বুঝতাম পারতাছিনাঃ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন