অসাধারন একটা মুভি গ্রুপ। প্রায় সব ইউজাররা একটিভ। নিয়মিত তারা বিভিন্ন মুভি শেয়ার করে হেল্প করছে পাশাপাশি হেল্প নিচ্ছে। চলছে আলোচনা। চলছে তর্ক। সবাই গ্রুপের নিয়ম মেনে গ্রুপ্টাকে নিজের মতো ভালোবেসেছে। যা আমাদের যারা মুভি দেখি তাদের জন্য কতো প্রয়জনিয় তা বলার বাইরে। আপনি চাইলেই এই গ্রুপের সদস্য হতে পারেন। আপনিও আপনার পছন্দের মুভিটি শেয়ার করতে পারেন। জেনে নিতে পারেন অন্যদের ভালোলাগার মুভি। আলোচনা করতে পারেন।চ শুধু এক্টিভ থাকার চেস্টা করবেন।গ্রুপের নিয়মকানুন মেনে চলুন। মুভি লাভার এখানে কিল্ক করে আমাদের প্রিয় গ্রুপের সদস্য হয়ে যান

তোমার রক্তে বানানো.


বাড়িয়ে দাও,তোমার হাত
আমি আবার তোমার আঙুল ধরতে চাই
বাড়িয়ে দাও,তোমার হাত
আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই
বাড়িয়ে দাও,তোমার হাত
তোমার হাত
কিভাবে কাঁচের দেয়াল,
যেন আটকে থেকে যায়
কক্ষনো ফুরায় কথায়
অনেক সন্ধ্যাবেলায়,তোমার ক্লান্ত চুলের হাত,
ছোঁয়াও আমার মাথায়
এখন, কৃষ্ণচূড়ার আলো...
আমাদের রাস্তা সাজানো
তোমার পাশেই আমায় পাবে,
তোমার  রক্তে বানানো,

মনের ভেতর ঘরে,
কিছু পাথর জমানো
ভাঙতে চাইছি যখন
পাহাড়,বরফ ঢেলে মুহূর্ত গলানো
হয়তো যাবে তখন
এখন, কৃষ্ণচূড়ার আলো...
আমাদের রাস্তা সাজানো
তোমার পাশেই আমায় পাবে,
তোমার রক্তে বানানো.
   অদ্ভুদ সুন্দর এই গানটি এখান থেকে ডাউনলোড করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন