অসাধারন একটা মুভি গ্রুপ। প্রায় সব ইউজাররা একটিভ। নিয়মিত তারা বিভিন্ন মুভি শেয়ার করে হেল্প করছে পাশাপাশি হেল্প নিচ্ছে। চলছে আলোচনা। চলছে তর্ক। সবাই গ্রুপের নিয়ম মেনে গ্রুপ্টাকে নিজের মতো ভালোবেসেছে। যা আমাদের যারা মুভি দেখি তাদের জন্য কতো প্রয়জনিয় তা বলার বাইরে। আপনি চাইলেই এই গ্রুপের সদস্য হতে পারেন। আপনিও আপনার পছন্দের মুভিটি শেয়ার করতে পারেন। জেনে নিতে পারেন অন্যদের ভালোলাগার মুভি। আলোচনা করতে পারেন।চ শুধু এক্টিভ থাকার চেস্টা করবেন।গ্রুপের নিয়মকানুন মেনে চলুন। মুভি লাভার এখানে কিল্ক করে আমাদের প্রিয় গ্রুপের সদস্য হয়ে যান

তুমি ভালোবাসার মিছিলে এসো


তুমি ভালোবাসার মিছিলে এসো
লাল গোলাপ হাতে ,
আমি দাঁড়িয়ে থাকবো তোমার আশায়
শুভ্র - সু প্রভাতে
তুমি আফ্রোদীতির মতো এসো
ধুলোর ধরনীতে-
আমি শুদ্ধ হবো হাত রেখে
তোমার পূণ্য হাতে...
.................................
.................................।
এমনিতে এই পৃথিবীতে বেচে থাকা যন্ত্রনা
মৌনতাকে নষ্ট করে মন্দ লোভের মন্ত্রনা।
তাইতো দেবী তুলে দিলাম এ হৃদয় তোমার কাছে
আমার প্রনয় যেন তোমার হৃদয়ের আচে-বাচে।
তুমি ভালোবাসার মিছিলে এসো
লাল গোলাপ হাতে ,
আমি দাঁড়িয়ে থাকবো তোমার আশায়
শুভ্র - সু প্রভাতে

মনের ভিতর ডুবসাতারে আসে কত কল্পনা
রংধনুকের রঙ্গে আকি তোমায় নিয়ে আল্পনা।
সুরে সুরে প্রাথনা তাই করি বিধাতার কাছে
আমার প্রনয় যেন তোমার হৃদয়ের আচে-বাচে।
তুমি ভালোবাসার মিছিলে এসো
লাল গোলাপ হাতে ,
আমি দাঁড়িয়ে থাকবো তোমার আশায়
শুভ্র - সু প্রভাতে
তুমি আফ্রোদীতির মতো এসো
ধুলোর ধরনীতে-
আমি শুদ্ধ হবো হাত রেখে
তোমার পূণ্য হাতে...

কিছুদিন আগে যখন আমি বাগেরহাট তখন আমি এই গানটা শুনে ছিলাম ।আজ আবার শুনলাম। উহ। কেন যেন স্মৃতি...।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন