তুমি ভালোবাসার মিছিলে এসো
লাল গোলাপ হাতে ,
আমি দাঁড়িয়ে থাকবো তোমার আশায়
শুভ্র - সু প্রভাতে।
তুমি আফ্রোদীতির মতো এসো
ধুলোর ধরনীতে-
আমি শুদ্ধ হবো হাত রেখে
তোমার পূণ্য হাতে...।
লাল গোলাপ হাতে ,
আমি দাঁড়িয়ে থাকবো তোমার আশায়
শুভ্র - সু প্রভাতে।
তুমি আফ্রোদীতির মতো এসো
ধুলোর ধরনীতে-
আমি শুদ্ধ হবো হাত রেখে
তোমার পূণ্য হাতে...।
.................................।
এমনিতে এই পৃথিবীতে বেচে থাকা যন্ত্রনা
মৌনতাকে নষ্ট করে মন্দ লোভের মন্ত্রনা।
তাইতো দেবী তুলে দিলাম এ হৃদয় তোমার কাছে
আমার প্রনয় যেন তোমার হৃদয়ের আচে-বাচে।
তুমি ভালোবাসার মিছিলে এসো
লাল গোলাপ হাতে ,
আমি দাঁড়িয়ে থাকবো তোমার আশায়
শুভ্র - সু প্রভাতে।
লাল গোলাপ হাতে ,
আমি দাঁড়িয়ে থাকবো তোমার আশায়
শুভ্র - সু প্রভাতে।
মনের ভিতর ডুবসাতারে আসে কত কল্পনা
রংধনুকের রঙ্গে আকি তোমায় নিয়ে আল্পনা।
সুরে সুরে প্রাথনা তাই করি বিধাতার কাছে
সুরে সুরে প্রাথনা তাই করি বিধাতার কাছে
আমার প্রনয় যেন তোমার হৃদয়ের আচে-বাচে।
তুমি ভালোবাসার মিছিলে এসো
লাল গোলাপ হাতে ,
আমি দাঁড়িয়ে থাকবো তোমার আশায়
শুভ্র - সু প্রভাতে।
লাল গোলাপ হাতে ,
আমি দাঁড়িয়ে থাকবো তোমার আশায়
শুভ্র - সু প্রভাতে।
তুমি আফ্রোদীতির মতো এসো
ধুলোর ধরনীতে-
আমি শুদ্ধ হবো হাত রেখে
তোমার পূণ্য হাতে...।
ধুলোর ধরনীতে-
আমি শুদ্ধ হবো হাত রেখে
তোমার পূণ্য হাতে...।
কিছুদিন আগে যখন আমি বাগেরহাট তখন আমি এই গানটা শুনে ছিলাম ।আজ আবার শুনলাম। উহ। কেন যেন স্মৃতি...।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন