অসাধারন একটা মুভি গ্রুপ। প্রায় সব ইউজাররা একটিভ। নিয়মিত তারা বিভিন্ন মুভি শেয়ার করে হেল্প করছে পাশাপাশি হেল্প নিচ্ছে। চলছে আলোচনা। চলছে তর্ক। সবাই গ্রুপের নিয়ম মেনে গ্রুপ্টাকে নিজের মতো ভালোবেসেছে। যা আমাদের যারা মুভি দেখি তাদের জন্য কতো প্রয়জনিয় তা বলার বাইরে। আপনি চাইলেই এই গ্রুপের সদস্য হতে পারেন। আপনিও আপনার পছন্দের মুভিটি শেয়ার করতে পারেন। জেনে নিতে পারেন অন্যদের ভালোলাগার মুভি। আলোচনা করতে পারেন।চ শুধু এক্টিভ থাকার চেস্টা করবেন।গ্রুপের নিয়মকানুন মেনে চলুন। মুভি লাভার এখানে কিল্ক করে আমাদের প্রিয় গ্রুপের সদস্য হয়ে যান

আড়াল- হৃদয় খান

আড়ালে থেকে কে যে ডেকে যায়
আড়ালে থেকে কে যে ডেকে যায়
আড়ালে সে থেকে যায়
নিড়ালে সে ডেকে যায়।
আমি সেই ডাকে যেন’
তোলপাড়
কোথায় সে হায়
কোথাও সে নাই।
কত যে মুখ উকি দিয়ে যায় স্মৃতির জানালা দিয়ে
মিলিয়ে দেখি কোনসে ছবি আমায় যায় ছুয়ে।
আড়ালে সে থেকে যায়
নিড়ালে সে ডেকে যায়।
আমি সেই ডাকে যেন’
তোলপাড়
কোথায় সে হায়
কোথাও সে নাই।
একলা এই মনটা আমার আবেগ উদাশী পবন’
দাও না একা আড়ালে একা থাকা প্রিয়জন।
আড়ালে সে থেকে যায়
নিড়ালে সে ডেকে যায়।
আমি সেই ডাকে যেন’
তোলপাড়
কোথায় সে হায়
কোথাও সে নাই।

গানটা ইদানিং খুব শুনছি। প্রতিদিন প্রায় ১০০ বারের উপরে। মারান্তক এই গানটাসংগ্রহে রাখুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন