আড়ালে থেকে কে যে ডেকে যায়
আড়ালে থেকে কে যে ডেকে যায়
আড়ালে সে থেকে যায়
নিড়ালে সে ডেকে যায়।
আমি সেই ডাকে যেন’
তোলপাড়
কোথায় সে হায়
কোথাও সে নাই।
কত যে মুখ উকি দিয়ে যায় স্মৃতির জানালা দিয়ে
মিলিয়ে দেখি কোনসে ছবি আমায় যায় ছুয়ে।
আড়ালে সে থেকে যায়
নিড়ালে সে ডেকে যায়।
আমি সেই ডাকে যেন’
তোলপাড়
কোথায় সে হায়
কোথাও সে নাই।
একলা এই মনটা আমার আবেগ উদাশী পবন’
দাও না একা আড়ালে একা থাকা প্রিয়জন।
আড়ালে সে থেকে যায়
নিড়ালে সে ডেকে যায়।
আমি সেই ডাকে যেন’
তোলপাড়
কোথায় সে হায়
কোথাও সে নাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন