অসাধারন একটা মুভি গ্রুপ। প্রায় সব ইউজাররা একটিভ। নিয়মিত তারা বিভিন্ন মুভি শেয়ার করে হেল্প করছে পাশাপাশি হেল্প নিচ্ছে। চলছে আলোচনা। চলছে তর্ক। সবাই গ্রুপের নিয়ম মেনে গ্রুপ্টাকে নিজের মতো ভালোবেসেছে। যা আমাদের যারা মুভি দেখি তাদের জন্য কতো প্রয়জনিয় তা বলার বাইরে। আপনি চাইলেই এই গ্রুপের সদস্য হতে পারেন। আপনিও আপনার পছন্দের মুভিটি শেয়ার করতে পারেন। জেনে নিতে পারেন অন্যদের ভালোলাগার মুভি। আলোচনা করতে পারেন।চ শুধু এক্টিভ থাকার চেস্টা করবেন।গ্রুপের নিয়মকানুন মেনে চলুন। মুভি লাভার এখানে কিল্ক করে আমাদের প্রিয় গ্রুপের সদস্য হয়ে যান

অবনী বাড়ি আছো?--- শক্তি-চট্টোপাধ্যায়


অবনী বাড়ি আছো?
দুয়ার এটে ঘুমিয়ে আছে পাড়া
কেবল শুনি রাতের কড়ানাড়া
‘অবনী বাড়ি আছো?’
বৃষ্টি পরে এখানে বারমাস
এখানে মেঘ গাভীর মতো চরে
পরান্মখ সবুজ নালিঘাস
দুয়ার চেপে ধরে-
‘অবনী বাড়ি আছো?’
আধেকলীন  হৃদয়ে দূরগামী
ব্যাথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি।
সহসা শুনি রাতের কড়ানাড়া
‘অবনী বাড়ি আছো?’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন