বর্তমান সময়ে আলোচিত ও সমালোচিত বাংলা মুভি হলো মনের মানুষ। ওপার বাংলার বুম্বাদা আর এপার বাংলার চঞ্চল চৌধুরি এই মুভিটিকে বেশ আলোচনায় নিয়ে এসেছে। পরিচালক এই মুভিটিকে যেন আপন রঙ্গে রাঙ্গিয়েছেন। আর এই মুভিটির সুনীল গঙ্গোপাধ্যায় এর মনের মানুশের ছায়া অবল্মবনে করা হয়েছে।
মুভিটির থেকে বইটি বেশ ভালো লেগেসে
আমার কাছে। কিছু কিছু জায়গায় পরিচালকের সাথে আমার কল্পনার বেশ অমিল পাওয়া গেসে। আমি আমার কল্পনাটাকে বেশী যুক্তিসঙ্গত মনে করি। তাই মুভিটির পাশাপাশি সবাই বইটি পরবেন সময় পেলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন