অসাধারন একটা মুভি গ্রুপ। প্রায় সব ইউজাররা একটিভ। নিয়মিত তারা বিভিন্ন মুভি শেয়ার করে হেল্প করছে পাশাপাশি হেল্প নিচ্ছে। চলছে আলোচনা। চলছে তর্ক। সবাই গ্রুপের নিয়ম মেনে গ্রুপ্টাকে নিজের মতো ভালোবেসেছে। যা আমাদের যারা মুভি দেখি তাদের জন্য কতো প্রয়জনিয় তা বলার বাইরে। আপনি চাইলেই এই গ্রুপের সদস্য হতে পারেন। আপনিও আপনার পছন্দের মুভিটি শেয়ার করতে পারেন। জেনে নিতে পারেন অন্যদের ভালোলাগার মুভি। আলোচনা করতে পারেন।চ শুধু এক্টিভ থাকার চেস্টা করবেন।গ্রুপের নিয়মকানুন মেনে চলুন। মুভি লাভার এখানে কিল্ক করে আমাদের প্রিয় গ্রুপের সদস্য হয়ে যান

সুনীল গঙ্গোপাধ্যায় এর মনের মানুষ ডাউনলোড

বর্তমান সময়ে আলোচিত ও সমালোচিত বাংলা মুভি হলো মনের মানুষ। ওপার বাংলার বুম্বাদা আর এপার বাংলার চঞ্চল চৌধুরি এই মুভিটিকে বেশ আলোচনায় নিয়ে এসেছে। পরিচালক এই মুভিটিকে যেন আপন রঙ্গে রাঙ্গিয়েছেন। আর এই মুভিটির সুনীল  গঙ্গোপাধ্যায় এর মনের মানুশের ছায়া অবল্মবনে করা হয়েছে।
             
 মুভিটির থেকে বইটি বেশ ভালো লেগেসে  
আমার কাছে। কিছু কিছু জায়গায় পরিচালকের সাথে আমার কল্পনার বেশ অমিল পাওয়া গেসে। আমি আমার কল্পনাটাকে বেশী যুক্তিসঙ্গত মনে করি। তাই মুভিটির পাশাপাশি সবাই বইটি পরবেন সময় পেলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন