তুমি বললেই হবে
উল্টাবে কাজ পৃথিবীর আজ
দারুণ অসম্ভবে।
সূর্য উঠবে অস্ত যাবেনা
রাত্তির আর পাত্তা পাবেনা
এইতো সকাল সবে;
তুমি বললেই হবে।
ছুটবে ইঁদুর ধরতে বেড়াল
বাঘের শ্বশুর হবেই শেয়াল
ওলট পালট তবে;
তুমি বললেই হবে।
বোম্বেটে এক যুদ্ধ মন্ত্রী
হবে বিলকুল শান্তিতন্ত্রী
পায়রার কলরবে;
তুমি বললেই হবে।
আমি একমাস লিখবনা গান
দেখবো দুজন নদীর উজান
অনুভবে অনুভবে;
তুমি বললেই হবে।
চিনবেনা কেউ দুজনকে আর
দু'খানি বেহালা অর্কেস্ট্রার,
বাজায় হৃদয় দুটি,
তুমি বললেই ছুটি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন