অসাধারন একটা মুভি গ্রুপ। প্রায় সব ইউজাররা একটিভ। নিয়মিত তারা বিভিন্ন মুভি শেয়ার করে হেল্প করছে পাশাপাশি হেল্প নিচ্ছে। চলছে আলোচনা। চলছে তর্ক। সবাই গ্রুপের নিয়ম মেনে গ্রুপ্টাকে নিজের মতো ভালোবেসেছে। যা আমাদের যারা মুভি দেখি তাদের জন্য কতো প্রয়জনিয় তা বলার বাইরে। আপনি চাইলেই এই গ্রুপের সদস্য হতে পারেন। আপনিও আপনার পছন্দের মুভিটি শেয়ার করতে পারেন। জেনে নিতে পারেন অন্যদের ভালোলাগার মুভি। আলোচনা করতে পারেন।চ শুধু এক্টিভ থাকার চেস্টা করবেন।গ্রুপের নিয়মকানুন মেনে চলুন। মুভি লাভার এখানে কিল্ক করে আমাদের প্রিয় গ্রুপের সদস্য হয়ে যান

ছুটি-- সুমন চট্টোপাধ্যায়


তুমি বললেই হবে
উল্টাবে কাজ পৃথিবীর আজ
দারুণ অসম্ভবে।

সূর্য উঠবে অস্ত যাবেনা
রাত্তির আর পাত্তা পাবেনা
এইতো সকাল সবে;

তুমি বললেই হবে।

ছুটবে ইঁদুর ধরতে বেড়াল
বাঘের শ্বশুর হবেই শেয়াল
ওলট পালট তবে;

তুমি বললেই হবে।

বোম্বেটে এক যুদ্ধ মন্ত্রী
হবে বিলকুল শান্তিতন্ত্রী
পায়রার কলরবে;

তুমি বললেই হবে।

আমি একমাস লিখবনা গান
দেখবো দুজন নদীর উজান
অনুভবে অনুভবে;

তুমি বললেই হবে।

চিনবেনা কেউ দুজনকে আর
দু'খানি বেহালা অর্কেস্ট্রার,
বাজায় হৃদয় দুটি,

তুমি বললেই ছুটি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন