আয় মা আয় তোর চুল বেধে দেই।
পায়ে আলতা দিয়ে দিব।
হাতে মেহেদি দিয়ে দিব।
আমার সোনার লকেট তোকে দিয়ে দিব।
তোকে লাল শড়ি দিব।
পরীর মতো সাজাবো তোমায়।
কেন মা হঠাত?
আরে তোর বয়স ১৩ হলো।
এখন এগুলো পড়তে হয়।
নিজেকে নিজের আদর করতে হয়।
আয় আজ তুই যা চাবি তাই দিব।
---------------------------------------------------
ও আজ যা চাব তাই দিবে।
কাল তুলে দিবে অন্যের হাতে।
ও আজ যা চাব তাই দিবে।
কাল তুলে দিবে অন্যের হাতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন