অসাধারন একটা মুভি গ্রুপ। প্রায় সব ইউজাররা একটিভ। নিয়মিত তারা বিভিন্ন মুভি শেয়ার করে হেল্প করছে পাশাপাশি হেল্প নিচ্ছে। চলছে আলোচনা। চলছে তর্ক। সবাই গ্রুপের নিয়ম মেনে গ্রুপ্টাকে নিজের মতো ভালোবেসেছে। যা আমাদের যারা মুভি দেখি তাদের জন্য কতো প্রয়জনিয় তা বলার বাইরে। আপনি চাইলেই এই গ্রুপের সদস্য হতে পারেন। আপনিও আপনার পছন্দের মুভিটি শেয়ার করতে পারেন। জেনে নিতে পারেন অন্যদের ভালোলাগার মুভি। আলোচনা করতে পারেন।চ শুধু এক্টিভ থাকার চেস্টা করবেন।গ্রুপের নিয়মকানুন মেনে চলুন। মুভি লাভার এখানে কিল্ক করে আমাদের প্রিয় গ্রুপের সদস্য হয়ে যান

অঘটন নয়, ইতিহাসের নাম বাংলাদেশ


যারা বাংলাদেশ কে ভালবাসেনা তাদের ভাস্যটা একবার শুনুন।
৭১ সেতো একটা অঘটন। কোনোভাবে পার পেয়ে গিয়েছিলে। যুদ্ধের কোনো নিয়মী তোমরা মানোনি।
আম্বুশ করেছো তোমরা। ধর্মকে অবহেলা করেছো। তোমাদের যুদ্ধ ছিল  অসামাজিক।
 শুনেছেন। বলেন কেমন লাগে?
আরে গাধা নিয়ম প্রথম কারা ভেঙ্গে ছিল?
ক্রিকেট জিতলাম আমরা, ওরা বলে এটাও নাকি অঘটন।
বললাম আমারা বাঘের বাচ্চা, আমরা সব পারি।
বলে “ ও তাই নাকি।তোমরা বাঘের বাচ্চা। আসলে ঘটনাটা কি,
বাঘ তোমাদের মায়ের কাছে এসেছিল। নাকি তোমাদের মা বাঘের কাছে গিয়েছিল”
বল তোরা। যা ইচ্ছা হয় বল। আমারা বাঘ, আমাদের কিছু আসেনা কিছু যায়ওনা।
যে যাই বলুক আমরা থামবনা।
কবিতাঃ
শেরে বাংলার বাঘ আমারা
বুকে আছে প্রত্যয়
এগিয়ে যাব বাঘের মতো
আমারা করবোই জয়।
সম্ভাবনার আছে দুয়ার খোলা
মেলোনা ডানা তুমি দেখাও দোলা।
বাতাস আছে তোমার সাথে
সিন্ধভাবে যাবে ছুয়ে।
ঘাম যেন তোর আঝোর প্লাবন
আবুঝ বাংগালির অশান্ত মন।
এখন সময় গর্জে ওঠার
নিজিকে এবার চিনিয়ে দেবার।
সপ্ন গড়ো অসম্ভব আশায়
আমরা আছি অপেক্ষায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন