আমায় যেতে দিওনা।
আমি তোমার বুকে মিশে থাকতে চাই।
রাত,দুপুর কাপানো তোমার হাসি শুনতে চাই।
মাতাল করা চুলের গন্ধে মিলেমিশে একাকার হতে চাই।
আমায় যেতে দিওনা।
আমি আরও বিকেল দেখতে চাই।
রাতের পর রাত জাগতে চাই।
তোমার কোলে মাথা রেখে তারা গুনতে চাই।
আমায় যেতে দিওনা।
বেধে রাখ ভালোবাসায়।
চোখের জলে কিংবা হাসি ঠাট্টায়।
খুব ভোরে কিংবা গোধুলির শেষ ছটায়।
আমায় যেতে দিওনা।
দরকার পড়লে পৃথিবির শেষ প্রান্তে যাও।
গাছের ছাল,বাকল আর অমৃত নিয়ে আস।
কবিরাজের পায়ে ধর, আমার চোখ টেনে দেখবে তাই।
আমায় যেতে দিওনা,
ছুটে যাও চাদর হাতে পশ্চিম প্রান্তরে,
চোখ ফাটিয়ে প্রাথনায় বৃষ্টি নামাও।
এখনও সময় আছে, সৃষ্টিকর্তাকে থামাও।
এখনো সময় আছে।
আমায় যেতে দিওনা।
খুব ভাল লাগলো সুন্দর।
উত্তরমুছুন