অসাধারন একটা মুভি গ্রুপ। প্রায় সব ইউজাররা একটিভ। নিয়মিত তারা বিভিন্ন মুভি শেয়ার করে হেল্প করছে পাশাপাশি হেল্প নিচ্ছে। চলছে আলোচনা। চলছে তর্ক। সবাই গ্রুপের নিয়ম মেনে গ্রুপ্টাকে নিজের মতো ভালোবেসেছে। যা আমাদের যারা মুভি দেখি তাদের জন্য কতো প্রয়জনিয় তা বলার বাইরে। আপনি চাইলেই এই গ্রুপের সদস্য হতে পারেন। আপনিও আপনার পছন্দের মুভিটি শেয়ার করতে পারেন। জেনে নিতে পারেন অন্যদের ভালোলাগার মুভি। আলোচনা করতে পারেন।চ শুধু এক্টিভ থাকার চেস্টা করবেন।গ্রুপের নিয়মকানুন মেনে চলুন। মুভি লাভার এখানে কিল্ক করে আমাদের প্রিয় গ্রুপের সদস্য হয়ে যান

কাছের মানুষ- সুচিত্রা ভট্টাচার্য

এক কথায় অদ্ভুত। দুইটা প্রধান কেরেক্টর। মেয়ে। মা ও মেয়ে। ইন্দ্রানি ও তিতির। ধিরে ধিরে চরিত্র বাড়তে থাকে। বাড়তে থাকে উত্তেজনা। বাড়তে থাকে কাহিনি। সব মিলিয়ে অসাধারন।



 লিঙ্কে কিল্ক করে SKIP AD এ কিল্ক করুন।
বইটি পড়ার জন্য FOXIT READER ব্যবহার করুন
  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন