নচিদার গান আমার বেশ ভালই লাগে। সম্প্রতি তার একটা নতুন আলবাম বেড়োলো । দিন বদলের গান। সাত্ত্বনাকে ছাড়িয়ে, অনুপ্রেরনা নিয়ে এবারের এই আলবাম সাজানো হয়েছে। নচিদা নিজেই সুর করেছেন। গেয়েছেন আরো অনেকে। সবাই মিলে আলবামটাকে আলাদা প্রান দিয়েছেন। নচিদার আগের আলবামগুলোর সাথে এটা তুলোনা হবেনা। তারপরো বেশ খারাপ না। প্রথম গানটা মারান্তক সুন্দর। সাজানো গোছানো কথাগুলো নাড়া দেয়। ২য় তে শিবাজির একটা আবৃতি রয়েছে। ভালোলাগার মতো একটা কবিতা। ডাউনলোড করে শুনে দেখতে পারেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন