অসাধারন একটা মুভি গ্রুপ। প্রায় সব ইউজাররা একটিভ। নিয়মিত তারা বিভিন্ন মুভি শেয়ার করে হেল্প করছে পাশাপাশি হেল্প নিচ্ছে। চলছে আলোচনা। চলছে তর্ক। সবাই গ্রুপের নিয়ম মেনে গ্রুপ্টাকে নিজের মতো ভালোবেসেছে। যা আমাদের যারা মুভি দেখি তাদের জন্য কতো প্রয়জনিয় তা বলার বাইরে। আপনি চাইলেই এই গ্রুপের সদস্য হতে পারেন। আপনিও আপনার পছন্দের মুভিটি শেয়ার করতে পারেন। জেনে নিতে পারেন অন্যদের ভালোলাগার মুভি। আলোচনা করতে পারেন।চ শুধু এক্টিভ থাকার চেস্টা করবেন।গ্রুপের নিয়মকানুন মেনে চলুন। মুভি লাভার এখানে কিল্ক করে আমাদের প্রিয় গ্রুপের সদস্য হয়ে যান

বন্ধ জানালা

আরেকবার যেতে চাই রিম ঝিম ঝিম সুদূরপুর
অবাক রোদ ভেজা তপ্ত দুপুর        
আরেকবার তোমাদের লাল, নীল রঙ আনন্দে
একলা রাস্তায় এক চিলতে রোদ্দুর।
সারাবেলা বন্ধ জানালা…
যদি তোমাদের অনেক শব্দ, আমার জানালায়
ছোট ছোট আনন্দের স্পর্শে, আঙ্গুল রেখে যায়
যদি সহস্র শব্দের উৎসব থেকে যায়
সারা বেলা বন্ধ জানালা…

যদি তোমাদের লাল নীল গল্প আমার শরীরে,
কোনো একলা রাস্তায় অবাক ভ্রমণে
যদি ইচ্ছের নীল রঙ আকাশ ছুঁয়ে যায়
সারাবেলা বন্ধ জানালা…

——————
শিরোনামহীন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন