বলিঊডে ১৮+ মানেই হাসমি। আচ্ছা হাসমির মার্ডারের কথা মনে আছে। ওইযে কাহোনা কাহো, তারপর ভিগে হোট তেরি। ইত্যাদি গানের ফিল্ম । চরম ছিল গানগুলো।
হাসমির সাথে রয়েছে, হাউস্ফুল মুভির আপকা কেয়া হোগা গানের একটা কো আর্টিস্ট ছিল মনে আছে। জানে কাহাসে আয়িহো মুভির নায়িকা। নাদুশ নুদুশ এই নায়িকাকে দিয়ে এবার কি করানো হয়েছে তা ওদের ভগবান জানে। মোহিত সুরি, ও মুখেশ ভাট এবার চমক দেখাবেন সে আশা করা যায়। জুলাই মাসের ৮ তারিখে মুক্তি পাবে মুভিটি।মুভিটির অডিও রিলিজ করে গেছে। এবারের গানগুলোও চমৎকার হয়েছে।
হাসমির সাথে রয়েছে, হাউস্ফুল মুভির আপকা কেয়া হোগা গানের একটা কো আর্টিস্ট ছিল মনে আছে। জানে কাহাসে আয়িহো মুভির নায়িকা। নাদুশ নুদুশ এই নায়িকাকে দিয়ে এবার কি করানো হয়েছে তা ওদের ভগবান জানে। মোহিত সুরি, ও মুখেশ ভাট এবার চমক দেখাবেন সে আশা করা যায়। জুলাই মাসের ৮ তারিখে মুক্তি পাবে মুভিটি।মুভিটির অডিও রিলিজ করে গেছে। এবারের গানগুলোও চমৎকার হয়েছে।
Murder 2 (2011) – DownloadMing.Com (128 Kbps).zip
01 – Haal E Dil Download
Harshit Saxena
02 – Aa Zara Download
Sunidhi Chauhan
03 - Aye Khuda Download
Mithoon, Kshitij Tarey & Saim
04 – Phir Mohabbat Download
Mohd Irfan, Arijit & Saim
05 – Tujhko Bhulaana Download
Sangeet Haldipur & Roshni Baptist
06 – Aa Zara (Reloaded) Download
Sunidhi Chauhan
07 - Hal E Dil (Acoustic) Download
Harshit Saxena
08 - Aye Khuda (Remix) Download
Mithoon, Kshitij Tarey & Saim
আমার ব্যান্ড টিয়ারস অফ সাইলেন্সের প্রথম মিক্সড অ্যালবাম এবং প্রথম গানটি ডাউনলোড করুন এখান থেকেঃ http://www.mediafire.com/?598th7v2wqghccy
উত্তরমুছুনধন্যবাদ