নবিজিকে নিয়ে অনেকগুলো ফিল্ম হয়েছে। তার মাঝে আমার এটা সবথেকে বেশি ভালো লেগেছে। সুনিপুন ভাবে ইতিহাস নষ্ট না করে খুব ভালো হাতে এটা নির্মান করা হয়েছে। এনিমেটেড করে দেখানোর ফলে ব্যাপারটা আরোও কাছাকাছি আনা সম্ভব হয়েছে।
আমরা বাংলাদেশিরা ছো্ট বেলা থেকে মা বাবার মুখে বা ক্লাসের বইয়ে যেগূলো পড়ে এসেছি সেগুলোরই একটা ভিডিও সংস্করন। এখানে যুদ্ধ বিগ্রহ এড়িয়ে গিয়ে মুহাম্মাদ সঃ এর ইসলামের জন্য ত্যাগগুলো ফুটিয়ে তোলা হয়েছে। ১৪০০ বছর আগের আরব সমাজের অরাজকতা তুলে ধরে নানা অত্যাচার সহ্য করে নবিজির ইসলাম প্রতিষ্ঠাকে তুলে ধরা হয়েছে।
সময় পেলে দেখে নিয়েন। টরেন্ট যেগুলো পেলাম সেগূলোতে সিড কম। তাই দিলাম না। কেউ পাইলে দিয়ে দিয়েন।
ডাউনলোড মিডিয়াফায়ার।
বিঃদ্যঃ আমি জানি নবিজিকে ভিডিওতে দেখানো পাপ। তাই কারো মনে করিয়ে দেওয়ার দরকার নেই। ধন্যবাদ।
আমরা বাংলাদেশিরা ছো্ট বেলা থেকে মা বাবার মুখে বা ক্লাসের বইয়ে যেগূলো পড়ে এসেছি সেগুলোরই একটা ভিডিও সংস্করন। এখানে যুদ্ধ বিগ্রহ এড়িয়ে গিয়ে মুহাম্মাদ সঃ এর ইসলামের জন্য ত্যাগগুলো ফুটিয়ে তোলা হয়েছে। ১৪০০ বছর আগের আরব সমাজের অরাজকতা তুলে ধরে নানা অত্যাচার সহ্য করে নবিজির ইসলাম প্রতিষ্ঠাকে তুলে ধরা হয়েছে।
সময় পেলে দেখে নিয়েন। টরেন্ট যেগুলো পেলাম সেগূলোতে সিড কম। তাই দিলাম না। কেউ পাইলে দিয়ে দিয়েন।
ডাউনলোড মিডিয়াফায়ার।
বিঃদ্যঃ আমি জানি নবিজিকে ভিডিওতে দেখানো পাপ। তাই কারো মনে করিয়ে দেওয়ার দরকার নেই। ধন্যবাদ।
Password: allmedia4u@cartoon
উত্তরমুছুন