অসাধারন একটা মুভি গ্রুপ। প্রায় সব ইউজাররা একটিভ। নিয়মিত তারা বিভিন্ন মুভি শেয়ার করে হেল্প করছে পাশাপাশি হেল্প নিচ্ছে। চলছে আলোচনা। চলছে তর্ক। সবাই গ্রুপের নিয়ম মেনে গ্রুপ্টাকে নিজের মতো ভালোবেসেছে। যা আমাদের যারা মুভি দেখি তাদের জন্য কতো প্রয়জনিয় তা বলার বাইরে। আপনি চাইলেই এই গ্রুপের সদস্য হতে পারেন। আপনিও আপনার পছন্দের মুভিটি শেয়ার করতে পারেন। জেনে নিতে পারেন অন্যদের ভালোলাগার মুভি। আলোচনা করতে পারেন।চ শুধু এক্টিভ থাকার চেস্টা করবেন।গ্রুপের নিয়মকানুন মেনে চলুন। মুভি লাভার এখানে কিল্ক করে আমাদের প্রিয় গ্রুপের সদস্য হয়ে যান

অদ্ভুত প্রেমপত্র- মাস্ট সি>>>>>>>

ক্লাস সিক্স এর মেয়ে আর ক্লাস ৪ এর এক ছেলে প্রেমে করে। তাহারা তাদের প্রেমের সাক্ষি রেখেছে মহান আল্লাহতায়ালা এবং আমার গার্লফের্ন্ডকে। তাহারা তাদের চিঠি ও যাবতিয় গিফট সামিয়ার কাছে জমা রাখেন। আজ সামিয়ার বই ঘাটতে ঘাটতে চিঠিখানা পাওয়া গেলো। তাহলে দেখুন কি সেই প্রেম পত্র।
ক্লাস সিক্স এর মেয়ে ক্লাস ৪ এর ছেলেকে লিখেছে।

বরাবর
আল-আমিন
তালতলা,জনতা হাউজিং।
জনাব,
আমি আপনাকে ভালোবাসি। আমি চাই তুমিও আমাকে ভালবাসবে। তুমি যদি আমাকে ভালো না বাস তাহলে আমি তোমার আম্মুকে বলে দিব যে তুমি লুকিয়ে লুকিয়ে বিড়ি খাও। আর শোন কারেন্ট গেলে এখন আর খেলতে কেন আসনা। তুমি না আসলে আমার খেলতে ইচ্ছে করেনা। তুমি আর আমি যখন একসাথে লুকোচুরি খেলি তখন অনেক মজা হয়।
আর শোন তুমি বস্তি ছেলেদের সাথে মার্বেল খেলো কেন? ওদের সাথে আর যেন না দেখি। আর তুমি আমার জন্য মাসুমের মতো হাত কাটবা। কেটে আমার নাম লিখবা। আমি স্কুলে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকবা। মাঝে মাঝে আমাকে এটা ওটা কিনে দিবা। আমি স্কুলে ঝাল মুড়ি খাবো আর তুমি দাম দিবা
আর আমি যে তোমাকে ভালোবাসি এই কথা কাউকে বলবানা। বলবা যে তুমি আমাকে ভালোবাস কিন্তু আমি তোমাকে পাত্তা দেই না।
আমি যা বলছি তাই না করলে কিন্তু তোমার আম্মুকে বলে দিব।
ইতি তোমার স্নেহের তানিয়া।

A+t


অজ্রশ ভুলভাল। ঠিক করে দিলাম।
আসুন সবাই মিলে দোয়া করি যেন আলামিন-তানিয়ার প্রেম অমরত্ব পায়। মজার মজাত কমেন্ট দেখার জন্য সামুর লিঙ্কে যে পারেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন