পৃষ্ঠাসমূহ
অসাধারন একটা মুভি গ্রুপ। প্রায় সব ইউজাররা একটিভ। নিয়মিত তারা বিভিন্ন মুভি শেয়ার করে হেল্প করছে পাশাপাশি হেল্প নিচ্ছে। চলছে আলোচনা। চলছে তর্ক। সবাই গ্রুপের নিয়ম মেনে গ্রুপ্টাকে নিজের মতো ভালোবেসেছে। যা আমাদের যারা মুভি দেখি তাদের জন্য কতো প্রয়জনিয় তা বলার বাইরে। আপনি চাইলেই এই গ্রুপের সদস্য হতে পারেন। আপনিও আপনার পছন্দের মুভিটি শেয়ার করতে পারেন। জেনে নিতে পারেন অন্যদের ভালোলাগার মুভি। আলোচনা করতে পারেন।চ
শুধু এক্টিভ থাকার চেস্টা করবেন।গ্রুপের নিয়মকানুন মেনে চলুন।
মুভি লাভার
এখানে কিল্ক করে আমাদের প্রিয় গ্রুপের সদস্য হয়ে যান
Murder 2 (2011): MP3 Songs Download
বলিঊডে ১৮+ মানেই হাসমি। আচ্ছা হাসমির মার্ডারের কথা মনে আছে। ওইযে কাহোনা কাহো, তারপর ভিগে হোট তেরি। ইত্যাদি গানের ফিল্ম । চরম ছিল গানগুলো।
হাসমির সাথে রয়েছে, হাউস্ফুল মুভির আপকা কেয়া হোগা গানের একটা কো আর্টিস্ট ছিল মনে আছে। জানে কাহাসে আয়িহো মুভির নায়িকা। নাদুশ নুদুশ এই নায়িকাকে দিয়ে এবার কি করানো হয়েছে তা ওদের ভগবান জানে।
হাসমির সাথে রয়েছে, হাউস্ফুল মুভির আপকা কেয়া হোগা গানের একটা কো আর্টিস্ট ছিল মনে আছে। জানে কাহাসে আয়িহো মুভির নায়িকা। নাদুশ নুদুশ এই নায়িকাকে দিয়ে এবার কি করানো হয়েছে তা ওদের ভগবান জানে।
এ মাসে দেখা ২৫ টি মুভি- পর্ব ১
এস,এস,সি পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে। বেশ ফ্রি ছিলাম। জমিয়ে ফিল্ম দেখা হয়েছে। ফ্রেন্ড,ব্লগ,ফেসবুক,ফোরাম বিভিন্ন মাধ্যম থেকে মুভিগুলো সমন্ধে জেনে তারপর দেখেছি। সে কারনে সবগুলোই ভালো লেগেছে>>>>>>
১। Magadheeraতামিল মুভি। পুর্ব জন্ম, বর্তমান, একটা প্রেম, অপ্রকাশিত,বিচ্ছেদ,সৃত্মিচারন সব মিলিয়ে একাকার অবস্থা। এরা যেটা দেখিয়েছে বলিঊড এখনো পারেনি বলে আমার মনে হয়। আর নায়িকাকে সহজে ভুলে যাবেন বলে মনে হয়না।
আমার রেটিং >>>>> ৮'১
আমার রেটিং >>>>> ৮'১
সেরা মুভি ডিরেক্টর( আমার দর্শন) >>Steven Spielberg
ছোট বেলা থেকেই আমার সপ্ন যে আমি মুভি বানাবো। আমার ফিল্ম অস্কার পাবে। এসব আজে বাজে সপ্ন দেখে নিজেকে কিভাবে যেন তৈরী করে ফেলেছি। মুভি পাগল হিসাবে বন্ধু,ব্লগ, ফেসবুক,টুইটার সমাজে আমার ভালো নামডাক রয়েছে। যাই হোক সেই সুবাদে প্রচুর পরিমান মুভি দেখছি। বিভিন্ন রকম ভাষার বিভিন্ন রকমের পরিবেশের মুভি দেখেছি। শিখেছি(খূব অল্প)। জেনেছি অনেক কিছু। আমার মতে একটি মুভিকে আনন্দদায়ক এবং
SMILE FOR YOU
Smiling is infectious; you catch it like the flu,
When someone smiled at me today, I started smiling too.
I passed around the corner and someone saw my grin
When he smiled I realized I'd passed it on to him.
I thought about that smile then I realized its worth,
A single smile, just like mine could travel round the earth.
So, if you feel a smile begin, don't leave it undetected
Let's start an epidemic quick, and get the world infected!
When someone smiled at me today, I started smiling too.
I passed around the corner and someone saw my grin
When he smiled I realized I'd passed it on to him.
I thought about that smile then I realized its worth,
A single smile, just like mine could travel round the earth.
So, if you feel a smile begin, don't leave it undetected
Let's start an epidemic quick, and get the world infected!
কিছু পানসঙ্গী , বৃষ্টির রাত , ব্যাথার বিশ্লেষণ এবং অন্যান্য
লিখেছেনঃ নীলসাগর
আমি বসে আছি এক টিনের ছাপরায় । সাথে কিছু নাম না জানা মানুষ । হাতে গ্লাস । মনে হয় সামান্য পান করতেছিলাম। বাইরে তখনও বৃষ্টি পরতেছে । যেহেতু সামান্য পান করতেছিলাম তাই কথায় একটু পানীত ব্যাক্তির ভাব আছে।
আমার দেখা সেরা ৫ টা হিন্দি ফিল্ম
হিন্দি মুভি খুব কম দেখি। যাও দেখি তাও আবার খুব বাচবিচার করে দেখি। বন্ধুদের কাছ থেকে, গার্ল ফের্ন্ডের থেকে যথেষ্ঠ পরিমান ধারনা নিয়ে মুভিগুলো দেখা হয়েছে। কথাগুলো বলার কারন, আমার টপ ফাইভ দেখে হয়তো বলবেন যে>>>> মিয়া এই মুভি দেইখা এই অবস্থাতো এইডা দেখলে কি হইতো্,
তাই এই কথা বলিলাম>>>>>
তাই এই কথা বলিলাম>>>>>
দিন বদলের গান-- নচিকেতা
নচিদার গান আমার বেশ ভালই লাগে। সম্প্রতি তার একটা নতুন আলবাম বেড়োলো । দিন বদলের গান। সাত্ত্বনাকে ছাড়িয়ে, অনুপ্রেরনা নিয়ে এবারের এই আলবাম সাজানো হয়েছে। নচিদা নিজেই সুর করেছেন। গেয়েছেন আরো অনেকে। সবাই মিলে আলবামটাকে আলাদা প্রান দিয়েছেন। নচিদার আগের আলবামগুলোর সাথে এটা তুলোনা হবেনা। তারপরো বেশ খারাপ না।
IP Man একটি মুভি পাশপাশি একটি পরিস্কার জীবনের প্রতিচ্ছবি।
IP Man একটি মাস্ট সি মুভি । যারা দেখেননি তারা আমন্ত্রিত।এ মুভি সবার জন্য। শুধুমাত্র আকশন প্রিয়রা যে দেখবেন তা না। ধুমাধুম মারামারি না এখানে রয়েছে আরো অনেক কিছু। অনেক কিছু যা আপনাকে হারিয়ে যেতে বাধ্য করবে,করবে ভাবতে। যাহোক চাইনিজ মুভির প্রতি বরাবরই একটু এলার্জি রয়েছে আমার। কারন ভাষা বুঝিনা। ২ নম্বর হলো অকারনে মারামারি।
মাসুদ রানার অগ্নিপুরুষ
মাসুদ রানার অগ্নিপুরুষ। অনেক আগের কাহিনি। রিভেঞ্জের কাহিনি। এটা মাসুদ রানার ৮ ১০ টা বইয়ের সাথে তুলনা হবেনা। যারা মাসুদ রানার বই পড়েন তারাতো জানেন যে সেবার বইগুলোর শেষে মন্তব্যের অংশে এই নাম থাকবেই। যাহোক আমার মতে এটা মাসুদ রানা সিরিজের সেরা বই। এবং একটা অনন্য সাধারন একটা বই। বিদেশি কাহিনি অবল্মবনে হলেও কাহিনি বিশেষ পরিবর্তন আনা হয়েছে।
বাংলা কবিতার সবচেয়ে জনপ্রিয় লাইনগুলো>>প্রতিটা ব্লগার এবং পাঠকের যা অবশ্যই পড়া উচিত।[ অ্তিথি পোষ্ট ]
লিখেছেন>>> শব্দহীন জোছনা
একটি কবিতা বা একজন কবির অমর হওয়ার জন্য কবিতার গোটা বিশেক লাইন কিংবা কবির অনেকগুলা সেইরকম কবিতার প্রয়োজন নেই। বরং একটি-দুইটি লাইন, কবিতা সেই সাথে তার কবিকে দিতে পারে অমরত্ব। আর সেই রকম কিছু কবিতার লাইন একত্রে আনার দুঃসাহস এই পোস্টটি আপনিও জানান আপনার সবচেয়ে প্রিয় কিছু কবিতার লাইন।
খোলা আকাশ,সবুজ মাঠ এবং আমি !! [ অতিথি পোষ্ট]
লিখেছেন>>> তেরো
ঠিক নাকের উপর তেলাপোকাটা বসে আছে। তির তির করে তার শুড় টা নড়ছে। আস্তে আস্তে ওটা কপাল বেয়ে চুল বেয়ে নেমে গেলো।
পিপড়ার একটা লাইন যেনো মার্চ করতে করতে আঙ্গুল দিয়ে উঠে আসছে। আঙ্গুল দিয়ে উঠে ঘাড় বেয়ে নাকের ফুটো দিয়ে ঢুকে গেলো।
শত শত কত রকমের নাম না জানা পোকামাকড় ধেয়ে আসছে আমার দিকে। কি অদ্ভুত দৃশ্য। কেনো জানি খারাপ লাগছে না। দৃশ্যটাকে উপভোগ করার চেষ্টা করছি। শরীর থেকে একটু একটু মাংস নিয়ে যাচ্ছে তারা।
ঠিক নাকের উপর তেলাপোকাটা বসে আছে। তির তির করে তার শুড় টা নড়ছে। আস্তে আস্তে ওটা কপাল বেয়ে চুল বেয়ে নেমে গেলো।
পিপড়ার একটা লাইন যেনো মার্চ করতে করতে আঙ্গুল দিয়ে উঠে আসছে। আঙ্গুল দিয়ে উঠে ঘাড় বেয়ে নাকের ফুটো দিয়ে ঢুকে গেলো।
শত শত কত রকমের নাম না জানা পোকামাকড় ধেয়ে আসছে আমার দিকে। কি অদ্ভুত দৃশ্য। কেনো জানি খারাপ লাগছে না। দৃশ্যটাকে উপভোগ করার চেষ্টা করছি। শরীর থেকে একটু একটু মাংস নিয়ে যাচ্ছে তারা।
Download Accelerator Plus 9.5 Crack Mediafire + Full version DAP
হঠাত করে এটা কেন আপলোড করলাম ? কারন হলো এটা আমি এখন ইঊজ করছি, তিন বছরের ইন্টারনেট জীবনে ডাউনলোডে এতো শান্তি পায়নি। আমি মুভি বেশি দেখি সে ক্ষেত্রে আমাকে মুভি অনেক ডাউনলোড করতে হয় । টরেন্টের মুভিগুলো খুব ভারি থাকে। ভালো ব্লু-রে নামাতে গেলে প্রায় ১.৫ জিবি থেকে ২.৫ জিবি খায়। বিপরীতে মিডিয়ফায়ার দিয়ে নামালে ৩০০- ৭০০ মেগাবাইটে সেম একই জিনিষ পাওয়া যায়।
Ragada মাদ্রাজি ফিল্ম। এবং নাগারজুনার নতুন আর্কষন।
যারা মাদ্রাজি ফিল্ম দেখেন তাদের কাছে নাগারজুনা বেশ প্রিয় ও প্রশংসনিয় একটি নাম। সর্বশেষ তার ফিল্ম ডন নং ১ বেশ আলোচনায় আনে মাদ্রাজি ফিল্মকে। ডন নং ১ দেখে অনেকে রিতিমত মাদ্রাজি ফিল্মের ভক্ত হয়ে গেছে। যা হোক ২০১০ সালের নাগারজুনার শেষ ফিল্ম রিলিজ করে নাম Ragada। বাংলায় মারপিট ইংরেজিতে ফাইট।
নামের সাথে তাল রেখে ফিল্মের কাহিনি এগিয়ে গেছে। কিছুটা রোমাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। যেটা যথেষ্ট নয়।
নামের সাথে তাল রেখে ফিল্মের কাহিনি এগিয়ে গেছে। কিছুটা রোমাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। যেটা যথেষ্ট নয়।
আমায় যেতে দিওনা-
আমায় যেতে দিওনা।
আমি তোমার বুকে মিশে থাকতে চাই।
রাত,দুপুর কাপানো তোমার হাসি শুনতে চাই।
মাতাল করা চুলের গন্ধে মিলেমিশে একাকার হতে চাই।
আমায় যেতে দিওনা।
আমি আরও বিকেল দেখতে চাই।
রাতের পর রাত জাগতে চাই।
তোমার কোলে মাথা রেখে তারা গুনতে চাই।
কি ভাবছো তুমি! - রাখি
কি ভাবছো তুমি,
ওই দখিনা দুয়ারে একা বসে,বাতাসে চুল এলিয়ে দিয়ে?
কি ভাবছো তুমি,
চোখের নোনা অস্রুজল হয়ে,বাতাসে ভেসে বেড়ানো কান্নার স্রোত হয়ে?
কি ভাবছো তুমি,
না চাওয়া সৃতির কাঁপন হয়ে,অদৃশ্য মূর্তিকে অভিসম্পাত করে?
ওই দখিনা দুয়ারে একা বসে,বাতাসে চুল এলিয়ে দিয়ে?
কি ভাবছো তুমি,
চোখের নোনা অস্রুজল হয়ে,বাতাসে ভেসে বেড়ানো কান্নার স্রোত হয়ে?
কি ভাবছো তুমি,
না চাওয়া সৃতির কাঁপন হয়ে,অদৃশ্য মূর্তিকে অভিসম্পাত করে?
কাছের মানুষ- সুচিত্রা ভট্টাচার্য
এক কথায় অদ্ভুত। দুইটা প্রধান কেরেক্টর। মেয়ে। মা ও মেয়ে। ইন্দ্রানি ও তিতির। ধিরে ধিরে চরিত্র বাড়তে থাকে। বাড়তে থাকে উত্তেজনা। বাড়তে থাকে কাহিনি। সব মিলিয়ে অসাধারন।
লিঙ্কে কিল্ক করে SKIP AD এ কিল্ক করুন।
বইটি পড়ার জন্য FOXIT READER ব্যবহার করুন
Muhammad The Last Prophet - অদ্ভুত সুন্দর একটা ফিল্ম।
নবিজিকে নিয়ে অনেকগুলো ফিল্ম হয়েছে। তার মাঝে আমার এটা সবথেকে বেশি ভালো লেগেছে। সুনিপুন ভাবে ইতিহাস নষ্ট না করে খুব ভালো হাতে এটা নির্মান করা হয়েছে। এনিমেটেড করে দেখানোর ফলে ব্যাপারটা আরোও কাছাকাছি আনা সম্ভব হয়েছে।
আমরা বাংলাদেশিরা ছো্ট বেলা থেকে মা বাবার মুখে বা ক্লাসের বইয়ে যেগূলো পড়ে এসেছি সেগুলোরই একটা ভিডিও সংস্করন।
আমরা বাংলাদেশিরা ছো্ট বেলা থেকে মা বাবার মুখে বা ক্লাসের বইয়ে যেগূলো পড়ে এসেছি সেগুলোরই একটা ভিডিও সংস্করন।
তোমার আমার মেঘঘরে কুসুমের ঢেউ।
মেয়ে
ও-মেঘ কোথা যাও---
শুনে যাও!
নিয়ে যাও আমার মৌন অঞ্চল,বিরহের রাত বুঝি হয় নারে ভোর।
নিয়ে যাও তার কিছু
যাও তার পিছুপিছু,
দুরে থেকে বহুদুরে
ঝরে পড় তার মনে,
ফোটায় ফোটায় ভেজাও মনের বসন।
। ছেলে
ও-মেঘ কোথা যাও---
শুনে যাও!
নিয়ে যাও আমার মৌন অঞ্চল,বিরহের রাত বুঝি হয় নারে ভোর।
নিয়ে যাও তার কিছু
যাও তার পিছুপিছু,
দুরে থেকে বহুদুরে
ঝরে পড় তার মনে,
ফোটায় ফোটায় ভেজাও মনের বসন।
। ছেলে
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)