ওয়েস্টার্ন মুভি দেখতে খুব বেশি ভালো লাগে। পরিবেশ গুলো আমার কাছে প্রচন্ড ভালো লাগে। তাছাড়া মুভিগুলো বেশ আবেগিও হয়। কাহিনিও চমৎকার। কিন্তু ভাল ওয়েস্টার্ন মুভি পাওয়া এক প্রকারের জ্বালা। মুভির জন্য আই এম ডি বি ইঊজ করি। সেখানেও ওয়েস্টার্ন মুভির খোজ করলে ২ চারটা মুভি ছাড়া পাওয়া যায় না। গুড বাড আগলি, ওয়ান্স আপন টাইম, স্টেঞ্জার শুধু এগুলোই। সবার একই পছন্দ। কিন্তু এই সাইটটাতে ওয়েস্টার্ন মুভির খাল খিচে দেওয়া হয়েছে। শক্ত রিভিউ এর সাথে রেটিং এবং সকল ওয়েস্টার্ন মুভির ডাটাবেজ। আমার মত ঝামেলায় থাকলে আপনি এই সাইটি ইউজ করে দেখতে পারেন। একদিক দিয়ে রক্ষা পাবেন বলে আশা করি। আর হ্যা সাইট কিন্তু নিউজ সাইট। এখানে মুভি ডাউনলোড করা যায় না। মুভির প্রিমিয়াম ডিভিডি পাওয়া যায়।
এখানে সেরা ওয়েষ্টার্ন মুভির টপ ২০ দেওয়া আছে যা আই এম ডি বি থেকে ভিন্ন। এবং প্রটিতি মুভি সেরকমের>>>>
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন