GHOST RIDER 2007
নিকোলাস কেইজ অভিনিত মুভি এটি। কেইজ মানে চমক। এবারো ট্রাকের বাইরে ভাবনা এবং অনবদ্য অভিনয়। সুপারহিরো মুভিগুলোর সাথে একটা চ্যালেঞ্জ বলা যেতে পারে। আই এম ডিবি জাস্ট পাশ কেটে গেছে, কেন বুঝলাম না। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে।আমার রেটিংঃ ৭;১
তামিল ফিল্ম। এক কথায় অসাধারন। মহেশবাবু মুভিটিতে অভিনয় করেছেন। অসাধারন দৃষ্টিভঙ্গিতে পরিচালক মুভিটিকে পেশ করেছেন। ঠিক এরকম না আবার অনেকটা এরকম হিন্দিতে একটা মুভি আছে এক দ্যা পাওয়ার অফ ওয়ান। জাস্ট ফাইটিং এবং কাহিনির মাধুর্য আপনাকে নিয়ে যাবে পরিবেশে।
আমার রেটিং ৭.৫
8। Let Me In
ভ্যাম্পায়ার কাহিনি। ভেবেছিলাম টিন এজ। পরে দেখি পিচ্চিদের। পিচ্চিদের হলেও মুভিটি আসাধারন। মহামুল্যবান কিছু একটা আছে এই ফিল্মে যা ধরতে পারিনি। কিন্তু মন সপ্তাহখানিক মনে রেখেছে প্রটিতি সিন। মুভিটির লাইটিংটা জাস্ট টাস্কি লাগাবে। রাতের পরিবেশগুলো ছিল মারান্তক।
আমার রেটিংঃ৮;১
৯। Knight and Day
টম ক্রুজ অভিনিত মুভি এটি। মুভিটি মেবি ফ্লপ খেয়েছে। আমি কিন্তু দেখে বেশ মজা পেয়েছি। পুরোনো হলিউড স্বাদটা পাওয়া গেলো আবার। ছোটবেলায় ৫ ৬ বছর আগে বাবা যে মুভিগুলো আনত বা স্টার মুভিজে যে মুভিগুলো দেখাতো সেগুলো অনেকটা এরকম। ছোটবেলার স্বাদ পেলাম।
আমার রেটিংঃ৬.৮
১০। Salt 2010
বেশ ঢাকঢোল পিটিয়ে মুভি রিলিজ হয়। ইনশেপসন ভাত মেরে দিল। যাই হোক টম ক্রুজের জায়গায় জোলিকে নেওয়া হয়েছে। খুব খারাপ করেনি। আকশন সাথে শারিরিক আকর্শন সব মাথায় রেখে জোলিকে নেওয়া হয়েছে। এবং জোলি সার্থক। ঠান্ডা মাথায় মুভিটি দেখতে হবে। সেকেন্ডে সেকেন্ডে ভালো লাগা রয়েছে। আপনাকে খেয়ে নিতে হবে।
আমার রেটিংঃ৭;১
আজকের মতো বিদায়।
মন্তব্যর অপেক্ষায় থাকলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন