অসাধারন একটা মুভি গ্রুপ। প্রায় সব ইউজাররা একটিভ। নিয়মিত তারা বিভিন্ন মুভি শেয়ার করে হেল্প করছে পাশাপাশি হেল্প নিচ্ছে। চলছে আলোচনা। চলছে তর্ক। সবাই গ্রুপের নিয়ম মেনে গ্রুপ্টাকে নিজের মতো ভালোবেসেছে। যা আমাদের যারা মুভি দেখি তাদের জন্য কতো প্রয়জনিয় তা বলার বাইরে। আপনি চাইলেই এই গ্রুপের সদস্য হতে পারেন। আপনিও আপনার পছন্দের মুভিটি শেয়ার করতে পারেন। জেনে নিতে পারেন অন্যদের ভালোলাগার মুভি। আলোচনা করতে পারেন।চ শুধু এক্টিভ থাকার চেস্টা করবেন।গ্রুপের নিয়মকানুন মেনে চলুন। মুভি লাভার এখানে কিল্ক করে আমাদের প্রিয় গ্রুপের সদস্য হয়ে যান

প্রেম অমনিবাস- সুনিল গঙ্গোপ্যাধ্যায় ইবুক ডাউনলোড


password: bdgolpo
এখানে পাবেন ৫ টা উপন্যাস। এবং ৮ টা গল্প। বাংলা সাহিত্যে সুনিলদার অবদান অসমাপ্ত। প্রেম বিশয়ক তার লেখাগুলো সত্যি স্পর্শকাতর। দাগ রেখে যাবে হৃদয়ে। সেরকমের ৫ টা উপন্যাস এবং অবশ্যি সেরা এখানে সংগ্রহ করা হয়েছে। গল্পগুলোও প্রচন্ড রকমের আবেগি। পড়ে ফেলবেন আশা করি।





উপন্যাসঃ
১। হে প্রবাসি
২। মায়া কাননের ফুল
৩। সুপ্তবাসনা
৪। হীরকদীপ্তি
৫। শকুন্তলা


গল্পঃ
১। রানী ও অবিনাশ
২। নীরার অসুখ
৩। ভেতরের চোখ
৪। কাটা
৫। সিড়িতে
৬। সর্র দর্শন
৭। কুকুরের ভাষা
 
ইবুক্টি ডাউনলোড করতে গেলে আপনার কাছে একটা পাসোয়ার্ড চাবে। সেক্ষেত্রে আপনি bdgolpo 
ইউজ করবেন

২টি মন্তব্য:

  1. thank you so much...password doen't required.

    Visit my blog

    www.hightechbd.blogspot.com

    উত্তরমুছুন
  2. ভাইয়া! :-( ডাউনলোড লিঙ্ক তো কাজ করে না!! :-( আমাকে মেইল করা যাবে?? (mail- abdullahira1@yahoo.com)

    উত্তরমুছুন