অসাধারন একটা মুভি গ্রুপ। প্রায় সব ইউজাররা একটিভ। নিয়মিত তারা বিভিন্ন মুভি শেয়ার করে হেল্প করছে পাশাপাশি হেল্প নিচ্ছে। চলছে আলোচনা। চলছে তর্ক। সবাই গ্রুপের নিয়ম মেনে গ্রুপ্টাকে নিজের মতো ভালোবেসেছে। যা আমাদের যারা মুভি দেখি তাদের জন্য কতো প্রয়জনিয় তা বলার বাইরে। আপনি চাইলেই এই গ্রুপের সদস্য হতে পারেন। আপনিও আপনার পছন্দের মুভিটি শেয়ার করতে পারেন। জেনে নিতে পারেন অন্যদের ভালোলাগার মুভি। আলোচনা করতে পারেন।চ শুধু এক্টিভ থাকার চেস্টা করবেন।গ্রুপের নিয়মকানুন মেনে চলুন। মুভি লাভার এখানে কিল্ক করে আমাদের প্রিয় গ্রুপের সদস্য হয়ে যান

বৃষ্টির জন্য এরেকটি মুভি-Water for Elephants

টুইলাইট খ্যাত রবার্ট পাটারশন আর অস্কার বিজয়ী রিজি এই মুভিতে অভিনয় করেছেন।
অসাধারন অভিনয়। কাল রাতে ডাউনলোড দিলাম আজ শেষ হলো। ১৫ মিনিট হলো হলো দেখছি। আমার কাছে চমৎকার লাগছে। তাই শেয়ার করলাম। বৃষ্টির জন্য পারফেক্ট মুভি। সেরকম কোনো কাহিনি না। কিন্তু রোমান্সে ভরপুর। অসাধারন অভিনয়, লজিকগুলো বেশ ভালো লাগার মতো। মুভির সেটটা মনকাড়া।

ওয়েস্টার্ন(WESTERN) মুভির ফ্যানদের জন্য এই সাইটটি শেষ ভরসা

ওয়েস্টার্ন মুভি দেখতে খুব বেশি ভালো লাগে। পরিবেশ গুলো আমার কাছে প্রচন্ড ভালো লাগে। তাছাড়া মুভিগুলো বেশ আবেগিও হয়। কাহিনিও চমৎকার। কিন্তু ভাল ওয়েস্টার্ন মুভি পাওয়া এক প্রকারের জ্বালা। মুভির জন্য আই এম ডি বি ইঊজ করি। সেখানেও ওয়েস্টার্ন মুভির খোজ করলে ২ চারটা মুভি ছাড়া পাওয়া যায় না। গুড বাড আগলি, ওয়ান্স আপন টাইম, স্টেঞ্জার শুধু এগুলোই। সবার একই পছন্দ। কিন্তু এই সাইটটাতে ওয়েস্টার্ন মুভির খাল খিচে দেওয়া হয়েছে। শক্ত রিভিউ এর সাথে রেটিং এবং সকল ওয়েস্টার্ন মুভির ডাটাবেজ। আমার মত ঝামেলায় থাকলে আপনি এই সাইটি ইউজ করে দেখতে পারেন। একদিক দিয়ে রক্ষা পাবেন বলে আশা করি। আর হ্যা সাইট কিন্তু নিউজ সাইট। এখানে মুভি ডাউনলোড করা যায় না। মুভির প্রিমিয়াম ডিভিডি পাওয়া যায়।

NEVER LET ME GO অসাধারন মুভি। আপুমনিদের জন্য মাষ্ট সি।

আই এম ডি বি ।>>>>>... ট্রেইলার।
হস্পিটালের কাচের মুখোমুখি কাহিনির বিবৃতি শুরু করে কাথি। কাহিনিটা ৩ জন ঘিরে। ক্যাথি,টমি এবং রুজ। এদের মধ্য দিয়ে কাহিনিটা এগিয়ে গিয়েছে।
মুভিটিকে তিন ভাগে ভাগ করে দেখানো হয়েছে। তিন সময়ের তিন রকমের আবেগ মুভিটিকে প্রভাবিত করেছে। পাশাপাশি আমাকেও।
প্রথমে ওই তিনজন একটা বোর্ডিং স্কুলে পড়াশুনা করে। ক্যাথি ও রুজ মেধাবি।

যা শোনার জন্য অনুরোধ করবো>>>>

নেট হাতাতে হাতাতে চরম একটা আলবাম পেলাম। ডাউনলোড করলাম। মারান্তক কিছু গান ধারন করেছে এলবামটি। হিন্দি ভাষা।
গেয়েছে্নঃ মিথুন।
নামঃ তুহি মেরি রাব কি তারাহে
টাইটেল সংটা ছিল অসাধারন।

কুছ দার্দ নামে একটা গান আছে সেটাও অসাধারন।
আমি গান দুটো শোনার আহবান জানাচ্ছি।
ডাউনলোড লিঙ্কঃ

What Magic Have You Done to me>>>> মুভিটি দেখুন এবং সেরা রোমান্টিক মুভির লিষ্টে একটি নতুন নাম যোগ করুন>>>>>>>

Ye Maaya Chesave (2010)  
মুভি রিভিউ লেখার স্টাইলটা একটু চেঞ্জ করলাম। জানিনা কেমন হয়েছে। আশা করি আপনার গুরুত্তপুর্ন মতামত জানাবেন>>>>>>
আই এম ডি বি ।.।.।.।। ট্রেইলার
নাম শুনে মনে হচ্ছে হলিউড,

প্রেম অমনিবাস- সুনিল গঙ্গোপ্যাধ্যায় ইবুক ডাউনলোড


password: bdgolpo
এখানে পাবেন ৫ টা উপন্যাস। এবং ৮ টা গল্প। বাংলা সাহিত্যে সুনিলদার অবদান অসমাপ্ত। প্রেম বিশয়ক তার লেখাগুলো সত্যি স্পর্শকাতর। দাগ রেখে যাবে হৃদয়ে। সেরকমের ৫ টা উপন্যাস এবং অবশ্যি সেরা এখানে সংগ্রহ করা হয়েছে। গল্পগুলোও প্রচন্ড রকমের আবেগি। পড়ে ফেলবেন আশা করি।



মুভি ডাউনলোড করার জন্য যে দুটি সাইট ইউজ করি>>>> মাষ্ট সি>>>>

প্রতিদিন একটা মুভি না দেখলে মাথা ঠিক থাকেনা। যেহেতু ব্রডব্যান্ড ইউজ করি সেহেতু নেট দিয়ে মুভি ডাউনলোড করি। মুভি যখন দেখবো তখন ভালো প্রিন্টই দেখবো>>>
৭২০,১০৪০ এসবই ডাউনলোড করি। আর এরজন্য টরেন্টই বেষ্ট।

এ মাসে দেখা ২৫ টি মুভি- পর্ব ২

 GHOST RIDER 2007

নিকোলাস কেইজ অভিনিত মুভি এটি। কেইজ মানে চমক। এবারো ট্রাকের বাইরে ভাবনা এবং অনবদ্য অভিনয়। সুপারহিরো মুভিগুলোর সাথে একটা চ্যালেঞ্জ বলা যেতে পারে। আই এম ডিবি জাস্ট পাশ কেটে গেছে, কেন বুঝলাম না। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে।আমার রেটিংঃ ৭;১