অসাধারন একটা মুভি গ্রুপ। প্রায় সব ইউজাররা একটিভ। নিয়মিত তারা বিভিন্ন মুভি শেয়ার করে হেল্প করছে পাশাপাশি হেল্প নিচ্ছে। চলছে আলোচনা। চলছে তর্ক। সবাই গ্রুপের নিয়ম মেনে গ্রুপ্টাকে নিজের মতো ভালোবেসেছে। যা আমাদের যারা মুভি দেখি তাদের জন্য কতো প্রয়জনিয় তা বলার বাইরে। আপনি চাইলেই এই গ্রুপের সদস্য হতে পারেন। আপনিও আপনার পছন্দের মুভিটি শেয়ার করতে পারেন। জেনে নিতে পারেন অন্যদের ভালোলাগার মুভি। আলোচনা করতে পারেন।চ শুধু এক্টিভ থাকার চেস্টা করবেন।গ্রুপের নিয়মকানুন মেনে চলুন। মুভি লাভার এখানে কিল্ক করে আমাদের প্রিয় গ্রুপের সদস্য হয়ে যান

ঈশ্বর মশাই ভালো আছেনতো- মিনি কবিতা

এইযে শুনছো...।
দক্ষিনের জানালাটা খোলোতো।
গলা ফাটিয়ে একটা চিৎকার দেই।
না না দক্ষিন না পশ্চিমের জানলা খোল।
ঈশ্বর মশাই আবার ওদিকটাতে বাস করেন।
...খুলে লাভ।
গলা ফাটিয়ে চিতকার দিব।
বলবো ঈশ্বর মশাই ভালো আছেনতো

৩টি মন্তব্য:

  1. আমি অবশ্য দশ দিকে চিতকার দিয়ে বিফল হয়েছি, শেষে জেনেছি তিনি আমারি হৃদয়ে বসে আছেন। তিনি বড়ই নির্বাক কিন্তু সদা রহস্যের হাসি মুখে নিয়ে, মুখের ভঙ্গিমায় বলেন, “অপেক্ষা করো, সময়ই সবকিছু বলে দেবে। যা হয় তা ভালোর জন্যই হয়। কখনো তা দ্রুত বোঝা যায়, কখনো বহু সময় নেয়। অস্থির হয়ো না। সময় আসবে...”

    উত্তরমুছুন
  2. সেজন্যই তো তাকে ভগবান বলি...।

    উত্তরমুছুন