অসাধারন একটা মুভি গ্রুপ। প্রায় সব ইউজাররা একটিভ। নিয়মিত তারা বিভিন্ন মুভি শেয়ার করে হেল্প করছে পাশাপাশি হেল্প নিচ্ছে। চলছে আলোচনা। চলছে তর্ক। সবাই গ্রুপের নিয়ম মেনে গ্রুপ্টাকে নিজের মতো ভালোবেসেছে। যা আমাদের যারা মুভি দেখি তাদের জন্য কতো প্রয়জনিয় তা বলার বাইরে। আপনি চাইলেই এই গ্রুপের সদস্য হতে পারেন। আপনিও আপনার পছন্দের মুভিটি শেয়ার করতে পারেন। জেনে নিতে পারেন অন্যদের ভালোলাগার মুভি। আলোচনা করতে পারেন।চ শুধু এক্টিভ থাকার চেস্টা করবেন।গ্রুপের নিয়মকানুন মেনে চলুন। মুভি লাভার এখানে কিল্ক করে আমাদের প্রিয় গ্রুপের সদস্য হয়ে যান

আয় মা আয় তোর চুল বেধে দেই - মিনি কবিতা

আয় মা আয় তোর চুল বেধে দেই।
পায়ে আলতা দিয়ে দিব।
হাতে মেহেদি দিয়ে দিব।
আমার সোনার লকেট তোকে দিয়ে দিব।
তোকে লাল শড়ি দিব।
পরীর মতো সাজাবো তোমায়।
কেন মা হঠাত?
আরে তোর বয়স ১৩ হলো।
এখন এগুলো পড়তে হয়।
নিজেকে নিজের আদর করতে হয়।
আয় আজ তুই যা চাবি তাই দিব।
------------------------------​---------------------
ও আজ যা চাব তাই দিবে।
কাল তুলে দিবে অন্যের হাতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন