অসাধারন একটা মুভি গ্রুপ। প্রায় সব ইউজাররা একটিভ। নিয়মিত তারা বিভিন্ন মুভি শেয়ার করে হেল্প করছে পাশাপাশি হেল্প নিচ্ছে। চলছে আলোচনা। চলছে তর্ক। সবাই গ্রুপের নিয়ম মেনে গ্রুপ্টাকে নিজের মতো ভালোবেসেছে। যা আমাদের যারা মুভি দেখি তাদের জন্য কতো প্রয়জনিয় তা বলার বাইরে। আপনি চাইলেই এই গ্রুপের সদস্য হতে পারেন। আপনিও আপনার পছন্দের মুভিটি শেয়ার করতে পারেন। জেনে নিতে পারেন অন্যদের ভালোলাগার মুভি। আলোচনা করতে পারেন।চ শুধু এক্টিভ থাকার চেস্টা করবেন।গ্রুপের নিয়মকানুন মেনে চলুন। মুভি লাভার এখানে কিল্ক করে আমাদের প্রিয় গ্রুপের সদস্য হয়ে যান

A BEAUTIFUL MIND- সিমান্তহিন ভালোলাগা।

A BEAUTIFUL MIND সত্যিই অসাধারন একটা মুভি। গল্পের প্লটটা খুব সুন্দর। ভালবাসা সব কিছুকেই জয় করতে পারে- মুভিটিতে তা ভালভাবেই দেখানো হয়েছে। ছবিতে নায়ক Schizophrenia নামক ভয়ঙ্কর মানসিক রোগে আক্রান্ত থাকে। কিন্তু সে অসম্ভব মেধাবী একজন গনিতবিদ। বাস্তব জগতের সাথে একটি অবাস্তব জগত তার মনে জায়গা করে নেয় প্রতিনিয়ত। কিন্তু এটা কেউ অনুধাবন করতে পারত না। সবাই ধরে নিত মেধাবীরা একটু পাগ্লাটেই হয়। MIT তে ক্লাস নিতে গিয়ে একটি মেয়েকে ভাল লাগে তার। হয়ে যায় একটি সুন্দর সম্পর্ক যার পরিনতি পরিনয়ে। কিন্তু তার মানসিক রোগটা কিছুদিন পর ধরা পড়ে। সে একাকী অনুভব করে। তার সঙ্গিনী তার পাশে থাকে সবসময়।
নিজের অপার চেস্টা আর প্রিয় সঙ্গিনীর ভালবাসায় সে জয় করে তার দুরারোগ্য রোগটিকে। ছবির শেষ দিকে গনিতে অবদান রাখার জন্য তাকে নোবেল প্রাইজ
এ্যাওয়ার্ড দেয়া হয়। সেখানে সে এর সবটুকু ক্রেডিট দেয় তার ভালবাসার মানুষটিকে যে তার ভয়ঙ্কর রোগটির কথা জেনেও তাকে ছেড়ে যায় নি বরং তাকে সবসময় অনুপ্রেরনা দিয়ে পাশে থেকেছে। ছবির ডায়ালগগুলো ভালভাবে বুঝলে আবগে আপ্লুত হয়ে যাওয়া খুব বেশী স্বাভাবিক।

ভালোলাগাঃ  
রাসেল ক্রোর অভিনয়
মুভির প্লট
খারাপ লাগাঃ
খুজে পাইনি

আমার রেটিং ঃ ৮.৮

মুভিটি রাতে দেখার চেষ্টা করবেন।

ডাউনলোড লিঙ্কঃ




১২টি মন্তব্য:

  1. hey-i was going through ur posts. apnar cinemar ruchi ar likhoni shottyi chomotkar.ami cheshta korchi shomomoma kichu movie-lover khuje ber korar jonne jader sathe movie-bishoye alap alochona kora jabe-ek sathe movie dekha jabe-something of a movie club-sort-are u interested??amra ki ek duibar chat korte pari??

    urbestfriend_2007@yahoo.pls mention apni bdgolpo blogspot er.

    উত্তরমুছুন
  2. Paren yahoote amaar Accont nai.

    movie nia alocona korte gele Movie laover e asun. ami okhane aci. ota ekta facebook group. atar maddhome apni nimesei movie nia josh akta adda dite parben.

    Group link
    http://www.facebook.com/groups/174678329261916/

    উত্তরমুছুন
  3. Thanks a lot for taking the time to share your experiences with so much detail. It’s clear and up to the point, full of real life examples. I do not offer any type, I think this information will be useful Rent Apartment

    উত্তরমুছুন
  4. ধন্যবাদ, অনেক কিছু জানার ছিল। আমরা অনেকে অনেক কিছুই জানি না। আপনা এই পোস্টটি দ্বারা অনেকে কিছু তথ্য জানতে পারবে।আমি আপনাকে কোন প্রকার অফার করছি না। ছোট একটি তথ্য আপনার উপকারে আসতে পারে
    Commercial

    উত্তরমুছুন
  5. সব রকমের আপডেট মুভির কালেকশন পেতে দেখতে পারেন এই সাইট
    www.newsinbangla.com

    www.newsinbangla.com/en

    www.newsinbangla.com/apps

    উত্তরমুছুন
  6. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  7. অসাধারণ একটা ছবি । ছবি সম্পর্কে আরো জানতে পারেন এই লিংক এ : www.livenewspapertoday.com/glamour-world

    উত্তরমুছুন
  8. Thanks for sharing. Your blog is more informative. This is very nice article and very good information. We really enjoy your blog & content. If anyone looking for Best Skin Clinic Melbourne Then visit us. We provide best skin care services.
    Korean skin care

    উত্তরমুছুন
  9. ধন্যবাদ আপনা এই পোস্টটি দ্বারা অনেকে কিছু তথ্য জানতে পারবে। আরও নিউজ জানতে ক্লিক করুন। ডিজিটাল বাংলা নিউজ

    উত্তরমুছুন
  10. This movie is very enjoyable. Seeing this will lead to some new love in life. But the presentation of the of your was more beautiful. Thank you for explaining Get in Touch with perfect solution

    উত্তরমুছুন