উদ্দেশ্য যারা স্বাধিনতার ৪০ বছর পরও যারা দেশের ভালো চায়না।
দিপ ভাই অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম কাব্যে..। আর আপনার জন্য শুভকামনা...। একজন মুক্তিযুদ্ধার সন্তান হিসেবে আর আর একটা কথা বলে যাই...। যারা দেশের ভালো চায়না তাদের বিরুদ্ধে যেকোন যুদ্ধে আমি আছি আপনার পাশে...আশা করি আমার সাথে আপনাকেও পাবো..। ভালো থাকুন সব সময়..
আমি একজন আর্দশ পিতা।
তোমরা আমায় চিনবেনা।
আমার ছেলেকে ভালভাবে বাচতে দাও।
শেষবারের মত বলছি,
না হলে কিন্তু ফিরে যাব ৭১রে
আমি একজন ছাত্র।
তোমরা আমায় চিনবেনা।
শিক্ষাঙ্গন থেকে নেশা সরাও,
রাজনিতি দূর করো।
কিছুদিন সময় দিলাম,
না হলে কিন্তু ফিরে যাব ৭১রে।
আমি একটা ভাল মেয়ে।
আমার প্রমিক্কে ভালভাবে থাকতে দাও
তাকে পড়াশুনা করতে দাও,
মা জাতি বলেই বলছি,
সেবার কিছু বলিনি,এবার কিন্তু ছাড়বোনা
আবার ফিরে যাবো ৭১রে
তোমরা আমায় চিনবেনা।
আমার ছেলেকে ভালভাবে বাচতে দাও।
শেষবারের মত বলছি,
না হলে কিন্তু ফিরে যাব ৭১রে
আমি একজন ছাত্র।
তোমরা আমায় চিনবেনা।
শিক্ষাঙ্গন থেকে নেশা সরাও,
রাজনিতি দূর করো।
কিছুদিন সময় দিলাম,
না হলে কিন্তু ফিরে যাব ৭১রে।
আমি একটা ভাল মেয়ে।
আমার প্রমিক্কে ভালভাবে থাকতে দাও
তাকে পড়াশুনা করতে দাও,
মা জাতি বলেই বলছি,
সেবার কিছু বলিনি,এবার কিন্তু ছাড়বোনা
আবার ফিরে যাবো ৭১রে
বিঃদ্যঃ কবিতাটা প্রথম সামু ব্লগে লিখেছিলাম। বিজয়ের মাসে।
ভাবিনি এতোটা অনুপ্ররনা পাবো। সেখান থেকে কিছু মন্তব্য নিচে দেওয়া হলঃ
রাইসুল সাগর বলেছেন: স্বাধিনতার ৪০ বছর পরও যারা দেশের ভালো চায়না। তাদের বলছি, আমদের পূর্ব-পুরুষরা পাকিস্তানিদের বিরুদ্ধে গড়েছিলেন মহান স্বাধীনতার ইতিহাস ৭১...আমরা তাদেরই সন্তান..মনে রেখ এখনও সময় আছে, সঠিক পথে ফিরে এসো, না হয় আমরা তোমাদের বিরুদ্ধে ঘোষনা করব অরেক ৭১...এর।দিপ ভাই অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম কাব্যে..। আর আপনার জন্য শুভকামনা...। একজন মুক্তিযুদ্ধার সন্তান হিসেবে আর আর একটা কথা বলে যাই...। যারা দেশের ভালো চায়না তাদের বিরুদ্ধে যেকোন যুদ্ধে আমি আছি আপনার পাশে...আশা করি আমার সাথে আপনাকেও পাবো..। ভালো থাকুন সব সময়..
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন